Beloved Star Lawrence Yan: গোপনেই চলে গেলেন অভিনেতা, বয়স হয়েছিল মাত্র ৫৯

Actor Death News: তাঁর পরিশীলিত চেহারা, মৃদু ব্যক্তিত্ব এবং আবেগপূর্ণ অভিনয় তাঁকে ‘সবচেয়ে সুদর্শন জিন চিউ’ উপাধি এনে দেয়, যা আজও দর্শকের মনে অমলিন।

Actor Death News: তাঁর পরিশীলিত চেহারা, মৃদু ব্যক্তিত্ব এবং আবেগপূর্ণ অভিনয় তাঁকে ‘সবচেয়ে সুদর্শন জিন চিউ’ উপাধি এনে দেয়, যা আজও দর্শকের মনে অমলিন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swdada_6904d30b114ce

চলে গেলেন অভিনেতা...

Lawrence Star: বিনোদন জগৎ গভীর শোকে মোড়া। জনপ্রিয় অভিনেতা লরেন্স ইয়ান আর নেই। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র একদিন আগে তিনি গল্ফ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে সাংহাই পৌঁছেছিলেন।

Advertisment

এই আকস্মিক প্রয়াণে তাঁর সহ-অভিনেতা, সহকর্মী ও অসংখ্য ভক্ত শোকে স্তব্ধ। মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ইয়ান- খাবার উপভোগ করছেন, হাসছেন, প্রাণবন্ত- এমনই দৃশ্য দেখা গিয়েছিল তাঁর শেষ ভিডিওতে। 

Rachana Banerjee: 'শুধু বাংলার নায়িকা নই!' রচনা বন্দ্যোপাধ্যায়-এর স্পষ্ট বার্তা, জানালেন কবে ছাড়লেন টলিউড

Advertisment

অনুশীলনী সেশনের সময় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। ২১ অক্টোবর, মাত্র ৫৯ বছর বয়সে সাংহাইয়ে এক গল্ফ ইভেন্টে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। 

ইয়ানের পরিবার জানিয়েছে, অভিনেতার শান্ত ও সংযত স্বভাবের প্রতি সম্মান জানিয়ে তাঁর শেষকৃত্য সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে। তাঁর স্ত্রী সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, লরেন্সকে যেন তাঁর উদারতা, আন্তরিকতা এবং অভিনয়ের প্রতি নিষ্ঠা দিয়ে স্মরণ করা হয়।

Srabanti Chatterjee: বাড়িতে তুমুল অশান্তি, হাসিমুখে হিরোর সঙ্গে রোমান্স করতে বাধ্য হন শ্রাবন্তি?

মডেলিং থেকে তারকাখ্যাতি

১৯৬৬ সালে লরেন্স ইয়ানের জন্ম হয়। তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর অভিনয় জগতে প্রবেশ করে দ্রুত জনপ্রিয়তা পান। বিশেষ করে 'Heroic Legend of the Yang’s Family'- এ জিন চিউ চরিত্রে তাঁর অভিনয় তাঁকে অসামান্য পরিচিতি এনে দেয়। ১৯৯০-এর দশকে ATV–র অন্যতম শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি।

তাঁর পরিশীলিত চেহারা, মৃদু ব্যক্তিত্ব এবং আবেগপূর্ণ অভিনয় তাঁকে ‘সবচেয়ে সুদর্শন জিন চিউ’ উপাধি এনে দেয়, যা আজও দর্শকের মনে অমলিন।
 

actor death news Entertainment News Today