Amar Singh Chamkila: বীরেন্দ্র মৃত্যুর তিন দিন আগে দেখা করেছিলেন, অমর সিং-কে আগেভাগেই সতর্ক করেছিলেন যোগরাজ?

Amar Singh Chamkila: যোগরাজ জানিয়েছেন, তিনি শিখ নেতা জারনেইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে দেখা করেছিলেন, যিনি ব্যক্তিগতভাবে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন।

Amar Singh Chamkila: যোগরাজ জানিয়েছেন, তিনি শিখ নেতা জারনেইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে দেখা করেছিলেন, যিনি ব্যক্তিগতভাবে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amar-singh-chamkila

যা হয়েছিল সেদিন...

ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা, অভিনেতা ও প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮০-এর দশকের পাঞ্জাবি সিনেমা জগতের উত্তাল সময়ের স্মৃতি তুলে ধরেছেন। তাঁর দাবি, সেই সময় তিনিই ছিলেন একমাত্র পাঞ্জাবি অভিনেতা, যাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যোগরাজ জানিয়েছেন, তিনি শিখ নেতা জারনেইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে দেখা করেছিলেন, যিনি ব্যক্তিগতভাবে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় পাঞ্জাবের সাংস্কৃতিক ও চলচ্চিত্র মহলের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে টার্গেট করা হচ্ছিল।

Advertisment

যোগরাজ জানান, তিনি জনপ্রিয় গায়ক অমর সিং চামকিলাকে আগেই সতর্ক করেছিলেন। তাঁর সাহসী ও বিদ্রোহী গান হয়তো বিপদ ডেকে আনবে। তিনি বলেন, "আমি চামকিলাকে বলেছিলাম সাবধান হতে, কিন্তু সে হেসে বলেছিল, ‘আমাকে কে হত্যা করবে?’” পরে দেখা যায়, ১৯৮৮ সালে মেহসমপুর গ্রামে পারফর্ম করার আগে চামকিলা ও তাঁর স্ত্রী অমরজোতকে গুলি করে হত্যা করা হয়। কয়েক মাস পরেই মারা যান অভিনেতা বীরেন্দ্র, যাঁর সঙ্গে যোগরাজ মৃত্যুর মাত্র তিন দিন আগে দেখা করেছিলেন।

Sudipa Basu-Piyush: পীযূষের মৃত্যুর দিনে সেটে নেমেছিল নীরবতা, থমথমে মুখে অঞ্জন দত্ত, স্মৃতিচারণে সুদীপা বসু

Advertisment

‘Untold Punjab’-কে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ, ভিন্দ্রানওয়ালের সঙ্গে নিজের কথোপকথনের কথাও জানান। তিনি বলেন, “ভিন্দ্রানওয়ালে ছিলেন অত্যন্ত নম্র মানুষ। আমাকে এক গ্লাস দুধ দিয়েছিলেন, বলেছিলেন আমার প্রতি নাকি আলাদা উদ্দেশ্য রয়েছে। এরপর থেকেই আমার চারপাশে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি পাহারা দিতেন।”

শাস্ত্রীয় সঙ্গীতে নক্ষত্রপতন, ভারত হারাল এক কিংবদন্তিকে

যোগরাজ আরও বলেন, “সেই সময় মেহর মিত্তলের জীবনও বিপন্ন ছিল। আমি বীরেন্দ্রকে শুটিং স্থগিত করতে বলেছিলাম, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল।” চামকিলার মৃত্যুকে কেন্দ্র করে পরে পরিচালক কবীর সিং চৌধুরী ও গীতিকার স্বরণ সিভিয়া বলেন, চামকিলা একাধিক হুমকি সত্ত্বেও গান গাওয়া বন্ধ করেননি।

Entertainment News Today bollywood Bollywood Actor