/indian-express-bangla/media/media_files/2025/10/16/sudipa-2025-10-16-16-07-20.png)
যা বললেন সুদীপা...
Sudipa Basu-Piyush Ganguly: একজন সহ-অভিনেতাকে হারানোর যন্ত্রণা কেবল তিনিই বোঝেন, যিনি সেই ক্ষতি নিজের জীবনে অনুভব করেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর হঠাৎ যখন খবর আসে, সেই মানুষটি আর নেই- সময় যেন থমকে যায়। অভিনেত্রী সুদীপা বসুর জীবনেও একসময় এমনই এক অধ্যায় এসেছে, যখন তিনি হারিয়েছিলেন তাঁর সহ-অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়কে।
সুদীপার কথায়, তাঁর অভিনয়জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল ম্যাডলি বাঙালি এবং চিত্রচোর। এই দুই ছবিতেই পীযূষের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সহজ কথায় এসে তিনি স্মৃতিচারণ করেন, “ও ছিল দারুণ একজন মানুষ, শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অসাধারণ। আমি ওকে ভীষণ মিস করি। পীযূষ যখন চলে গেল, তখন আমরা ‘মিস্টার পিচম অ্যান্ড মিসেস পিচম’-এর কাজ করছিলাম।”
শাস্ত্রীয় সঙ্গীতে নক্ষত্রপতন, ভারত হারাল এক কিংবদন্তিকে
তিনি আরও জানান, সেদিনের কথা আজও ভোলা যায়নি—বিশেষত অঞ্জন দত্তের প্রতিক্রিয়া। অঞ্জন দত্তের অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন পীযূষ, প্রায় প্রতিটি প্রজেক্টেই তিনি তাঁকে ডাকতেন। সুদীপার কথায়, “অঞ্জন দার চোখ লাল হয়ে গিয়েছিল, মুখটা থমথমে। আমি জিজ্ঞেস করেছিলাম, ‘অঞ্জন দা, আপনার কষ্ট হচ্ছে না?’ উনি বলেছিলেন, ‘না’, কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরটা ভেঙে যাচ্ছে। এরপর অঞ্জন দা শুধু বললেন, ‘এত ইরেস্পন্সিবল মানুষদের আমি একেবারেই সহ্য করতে পারি না।’ ছন্দা দি তখন চুপ। আমরা সবাই বাকরুদ্ধ।”
Bengali Serial TRP: ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক, খেতাব হারাল চিরদিনই তুমে যে আমার
পীযূষ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর সময় তিনি জল নুপুর ধারাবাহিকে অভিনয় করছিলেন। সহকর্মীরা শোকে ভেঙে পড়েন, বিশেষ করে অপরাজিতা আঢ্য, যিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দর্শকের হৃদয়ে অমর রয়ে গেছে সেই চরিত্রও—যা শেষমেশ ধারাবাহিকের মধ্যেই তাঁর মৃত্যুর মাধ্যমে পরিসমাপ্তি পেয়েছিল।