Saheb Chatterjee Birthday: 'জন্মেছি যেখানে জন্মদিনেও...', হাসপাতালের বিছানায় শুয়ে মজার উপলব্ধি সাহেবের

Saheb Chatterjee: ২৭ ডিসেম্বর গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। বিছানায় শুয়ে একটা মজার উপলব্ধি করলেন গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

Saheb Chatterjee: ২৭ ডিসেম্বর গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। বিছানায় শুয়ে একটা মজার উপলব্ধি করলেন গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
'জন্মেছি যেখানে জন্মদিনেও...', হাসপাতালের বিছানায় শুয়ে মজার উপলব্ধি সাহেবের

'জন্মেছি যেখানে জন্মদিনেও...',

Saheb Chatterjee Feeling On Birthday: বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। অভিনেতার পাশাপাশি তিনিএকজন সংগীতশিল্পীও। ২৭ ডিসেম্বর শুক্রবার সাহেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি হাসপাতালেই কাটছে তাঁর। ব্লাড ইনফেকশন ও গলায় অস্বাভাবিক ব্যথার কারণে ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisment

জন্মদিন নিয়ে কখনই খুব বেশি মাতামাতি করেন না। এবার তো কোনও জাঁকজমকই চান না সাহেব চট্টোপাধ্যায়। বোন-দিদিকে হারিয়ে এই বছরে মোটেই আনন্দের মুডে নেই 'বার্থডে বয়' সাহেব চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে গায়ক-অভিনেতাকে হ্যাপি বার্থডে বলতেই এক গাল হেসে ধন্যবাদ জানান সাহেব। 

Advertisment

আজকের দিনে হাসপাতালের বিছানায় শুয়ে একটা মজার উপলব্ধি হচ্ছে। সাহেব বলেন, 'আমি তো নার্সিংহোমেই জন্মেছি। আর আজ আমার জন্মদিনও সেই নার্সিংহোমেই রয়েছি। জন্ম তো স্বাভাবিক নিয়মে নার্সিংহোমেই হয়, কিন্তু জন্মদিনটাও যে নার্সিংহোমেই কাটবে....(হাসি)। বেশ মজার বিষয়টা। এটা কিন্তু জীবনের একটা বিশেষ উপলব্ধি।' এই বছর জন্মদিনে মনটাও খারাপ সাহেবের। কাছের মানুষকে হারিয়েছেন গায়ক-অভিনেতা। 

সাহেব বলেন, 'এবছর দিদি-বোনদের হারিয়েছি। তাই একদমই সেলিব্রেট করতে চাই না। তাছাড়া জন্মদিন নিয়ে কখনই কোনও বিশেষ উৎসাহ আমার নেই বা ধুমধাম করে পালন করার ব্যাপারও না। তবে এখানে আছি বলে নার্সিংহোমের স্টাফরা কিছু একটা করতে পারে। একটা কানাঘুষো আমি শুনছিলাম (হাসি)।'

 প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া পোস্টে অসুস্থতার খবর জানিয়েছেন সাহেব। একন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। আশা করছেন তিন-চারদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে তিনি জানান, '২২ তারিখ শ্যুটিং শেষ করলাম। সবই ঠিকঠাক ছিল। ২৩ তারিখ থেকেই শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করে'।

সাহেব যোগ করেন, 'ব্লাডে ইনফেকশন ধরা পড়ল। সেই সঙ্গে গলাতেও মারাত্মক ব্যথা। জলটুকুও খেতে পারছিলাম না। জল, ফলের রস যাই খাচ্ছিলাম বমি হয়ে যাচ্ছিল'। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছি। খাওয়াদাওয়া করতে পারছি। তবে বেশি কথা বললে গলায় ব্যথা করছে।'

আরও পড়ুন: 'জলটুকুও খেতে পারছিলাম না', গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাহেব, কেমন আছেন গায়ক-অভিনেতা?

bengali culture Bengali Music Bengali Television Bengali Song Bengali Actor Bengali News Bengali Film Industry Bengali Cinema Bengali Film