/indian-express-bangla/media/media_files/2025/10/10/cats-2025-10-10-13-17-13.jpg)
জীতুর বক্তব্য
Chirodini Tumi Je Amar-Bengal Topper Serial: লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার 'চিরদিনই তুমি যে আমার'। দিতিপ্রিয়া রায় ও জীতু কমল অভিনীত এই মেগা সম্প্রচারের পরই দর্শকের মনে দাগ কেটেছে। বহুদিন পর ধারাবাহিকে দুই জনপ্রিয় স্টারের কামব্যাকে খুশির জোয়ারে ভেসেছিল সিরিয়ালপ্রেমীরা। শারদীয়া-লক্ষ্মীপুজোর পর যখন হাসপাতালে ভর্তি পর্দার অপু তখন সেরার সেরা ধারাবাহিকের তকমা ছিনিয়ে ছিল 'চিরদিনই তুমি যে আমার'। অন্যদিকে নিজস্ব মেগার সাফল্য সেলিব্রেট করলেন জীতু।
আরও পড়ুন লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কোন মেগা?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ছোট পর্দার বিজনেজ টাইকুন আর্য। সততা, কঠোর পরিশ্রম আর দর্শকের ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন জীতু। একইসঙ্গে সাম্প্রতিক অতীতে তৈরি হওয়া বিতর্ক উসকে ব্যর্থতা-কুৎসার কথাও উঠে এল অভিনেতার পোস্টে। জীতু লিখেছেন, 'সফলতা কখনোই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা বা কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারে নি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হল সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে।'
আরও পড়ুন তিক্ততা ভুলে প্রেমের ইস্তেহার, মাঝ গঙ্গায় রোম্যান্টিক মুডে! জন্মদিনের আগে কাকে বুকে আগলে নিলেন জীতু?
জীতুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া। আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে রীতিমতো তথ্য প্রমাণ দিয়েছিলেন অভিনেতা। অবশেষে সেই বিতর্কে পড়েছে ইতিচিহ্ন। অর্য-অপর্ণার অন স্ক্রিন রসায়ন প্রতিনিয়ত মুগ্ধ করছে এই মেগার দর্শককে। চিরদিনই তুমি যে আমার চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করতেই খুশিতে ডগমগ কলাকুশলীরা। শিবভক্ত জীতু মহাদেব ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছেন, 'ধন্যবাদ শিবঠাকুর। ধন্যবাদ আমার ভগবান দর্শক। ধন্যবাদ ইউনিভার্স।'
আরও পড়ুন ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফের 'বন্ধুত্ব', দিতিপ্রিয়ার উদ্দেশ্যে কী বার্তা শিবভক্ত জীতুর?
লাস্ট বাট নট ইন লিস্ট, মেগার সাফল্য নিয়ে লেখার মাঝেও জীতুর ভাবনায় রয়েছে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির কথা। প্রত্যেককে সেখানের মানুষদের দুরাবস্থার কথা স্মরণ করিয়ে জীতুর আর্জি, 'নর্থ বেঙ্গলের ভাই,বোন,মা দের কথাও ভাববেন। যে যেমনভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন। আনন্দে গা ভাসিয়ে দেবেন না।'