Jeetu-Ditipriya: ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফের 'বন্ধুত্ব', দিতিপ্রিয়ার উদ্দেশ্যে কী বার্তা শিবভক্ত জীতুর?

Jeetu-Ditipriya Personal Differences: কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছাতেই ভোলবদল দিতিপ্রিয়ার। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন সমস্যা সমাধান। জীতুর প্রতিক্রিয়া কী?

Jeetu-Ditipriya Personal Differences: কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছাতেই ভোলবদল দিতিপ্রিয়ার। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন সমস্যা সমাধান। জীতুর প্রতিক্রিয়া কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ফের বন্ধুত্ব

Jeetu-Ditipriya Chirodini Tumi Je Amar: এই মুহূর্তে স্টুডিওপাড়ার চর্চিত টপিক 'চিরদিনই তুমি যে আমার' জুটি জীতু কমল-দিতিপ্রিয়া রায়ের অর্ন্তকলহ। অভিনেতা জীতুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন পর্দার 'রানিমা'। মধ্যরাতে জীতু নাকি দিতিপ্রিয়াকে আপত্তিকর মেসেজ পাঠাতেন, সেটেও সহ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শট দিতে অস্বস্তি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া।

Advertisment

নির্দোষ প্রমান করতে সাফাই দিতে গিয়ে অগত্যা হোয়াটসঅ্যাপ চ্যাট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন জীতু। দিতিপ্রিয়ার নাম না করে অভিনেতা লিখেছিলেন, 'ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই।' কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছাতেই ভোলবদল দিতিপ্রিয়ার। শুক্রের সন্ধ্যায় অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজেদের মধ্যে বিষয়টা মিটমাট করে নিয়েছেন। 

Advertisment

অভিনেত্রী দিতিপ্রিয়া লিখেছেন, 'প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম।' প্রত্তুরে জীতু বলেন, 'আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভ কামনা। আমি সেরা, না না আমরা সেরা।' পোস্টের শেষে শিবভক্ত জীতু করজোড় ও ওঁমের ইমোজি দিয়েছেন। মেগা গল্প অনুযায়ী, পর্দায় দূরত্ব তৈরি হলেও বিবাদ মিটিয়ে পুরনো ছন্দে ফিরতেই খুশি জুটির ভক্তরা। 

আরও পড়ুন কিঞ্জলকে গালিগালাজ জীতুর, আরজি কর আন্দোলনের মুহূর্ত ভাইরাল হতেই মুখ খুললেন জুনিয়র চিকিৎসক

জীতু-দিতিপ্রিয়ার ব্যক্তিগত সমস্যার আঁচ ধারাবাহিকে পড়বে কিনা বা 'চিরদিনই তুমি যে আমার'-এ মুখ্য চরিত্রগুলো বদলে যাবে কিনা এইরকম একাধিক প্রশ্নের উৎঘাটন হয়েছিল। সেসব এখন অতীত, পর্দায় আর্য-অপর্ণার ভালবাসার মরশুম যে জারি থাকল সেই বিষয়টাও নিশ্চিত করা হল।

আরও পড়ুন বৃষ্টিভেজা রাতে ভয়ংকর সত্যির মুখোমুখি, জীতুর অতীতের কোন সত্যি জানতে পারল 'প্রেমিকা'?

অসমবয়সী প্রেমের কাহিনি বহুবার উঠে এসেছে সিনেমা-সিরিয়ালের চিত্রনাট্যে। সেই আদলেই জীতু-দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার-এর গল্পও এগচ্ছে। লাস্ট বাট নট ইন লিস্ট, জীতু-দিতিপ্রিয়ার এই সমস্যা ঘিরেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে একাধিক মিম। সর্বোপরি, অনেকে হেঁয়ালি করে বলছেন, এটা নাকি ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য পারবলিটি স্টান্ট।  

Jeetu Kamal Ditipriya Roy