/indian-express-bangla/media/media_files/2025/08/18/cats-2025-08-18-16-24-47.jpg)
বিতর্কের দায় ঝাড়লেন শাশ্বত!
The Bengal Files: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। মমতার সরকারের তুলোধনা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। রাজনৈতিক চাপের জন্য কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তবে বাংলার প্রযোজক রাণা সরকার বিবেককে তোপ দেগে বলেছেন, 'ইতিহাস বিকৃত করে সস্তার সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সিনেমার বক্সঅফিস ভরানো নয়। ব্যালট বক্স ভরানোর উদ্দেশে উনি সিনেমা বানান।'
এই ছবিতে অভিনয় করেছেন বাংলার 'তোপসে' শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবি ঘিরে যখন বিতর্ক দানা বেঁধেছে তখন এক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন অভিনেতা। একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, তিনি একজন অভিনেতা মাত্র, ইতিহাসবিদ নন। তাই কোনও বিতর্কের দায়ও তাঁর নয়। শাশ্বতর বক্তব্য, ছবির নাম পরিবর্তন অর্থাৎ'দ্য দিল্লি ফাইলস' থেকে 'দ্য বেঙ্গল ফাইলস' সম্পর্কেও তিনি বিন্দুমাত্র অবগত ছিলেন না।
আরও পড়ুন 'চূড়ান্ত অরাজকতা'! কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চে ধুন্ধুমার, মমতাকে আক্রমণ বিবেকের
কাজ শুরুর সময় তাঁকে কেবল চরিত্রটুকুই ব্রিফ করা হয়েছিল। কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হলে মমতাকে কড়া সুরে আক্রমণ করে 'ফ্যাসিস্ট' বলে অভিহিত করেন বিবেক অগ্নিহোত্রী। পশ্চিমবঙ্গকে ছবিতে ভুলভাবে প্রদর্শনের অভিযোগে একাধিক এফআইআর দায়ের হয়েছে বলে খবর। এর মাঝেই একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মত জানান অভিনেতা।
শাশ্বতর সোজাসাপটা জবাব, 'আমি শুধুমাত্র একজন অভিনেতা। চরিত্রটি আমার ভাল লেগেছে, তাই করেছি। আমি ইতিহাসবিদ নই যে ইতিহাস বিকৃত হচ্ছে কি না সেটা বিচার করে অভিনয় করব। যাঁদের কাজ তাঁরা প্রমাণসহ আদালতে যাক। শুধু হৈচৈ করে কোনও লাভ নেই। ভিলেনের ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটা আমাকে আকৃষ্ট করেছে বলে রাজি হয়েছিলাম। পুরো কাহিনি আমি নিজেই জানতাম না। তাছাড়া আজকের দিনে সিনেমার পুরো গল্প কেউই জানে না। যাঁর যেটুকু চরিত্র তাঁকে সেটুকুই ব্রিফ করা হয়। আমার ট্র্যাকটুকু শুনে মনে হল দারুণ। এমন চরিত্র সবসময় তো পাওয়া যায় না।'
ছবির নাম পরিবর্তন নিয়ে তিনি আরও জানান, 'শুটিং চলাকালীন ছবির নাম ছিল দিল্লি ফাইলস। শুটিং শেষ হওয়ার পর শুনলাম নাম বদলে বেঙ্গল ফাইলস হয়েছে। বিতর্ক আরও জোড়াল হলে পশ্চিমবঙ্গে হয়তো মুক্তিই পাবে না ‘দ্য বেঙ্গল ফাইলস’। লাস্ট বাট নট ইন লিস্ট, সর্বভারতীট স্তরে ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৫ সেপ্টেম্বর।