/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-13-47-28.jpg)
বিবেককে বিঁধলেন রাণা
The bengal Files-Vivek Agnihotri: শনিবার শহর কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে মাল্টিপ্লেক্সে ট্রেলার প্রদর্শনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। একটি অভিজাত হোটেলে অনুষ্ঠান শুরু হলে মাঝপথে ট্রেলার প্রদর্শন বন্ধ করে দেয় রাজ্য সরকারের পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কলকাতায় প্রদর্শনের সম্মতি না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, 'এখানে অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থে পুলিশকে কাজে লাগানো হচ্ছে।'
এই ঘটনায় বিবেককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রযোজক রাণা সরকার। তিনি কোনও পরিচালক নন, বরং বিজ্ঞাপন ছবি তৈরি করেন বলে তোপ দেগেছেন। মমতার সরকারকে সমর্থন করে প্রযোজক লিখেছেন, 'বিবেক অগ্নিহোত্রী ফিল্মমেকার নন, একটি রাজনৈতিক দলের অ্যাড ফিল্মমেকার। উনি যদি সিনেমা পরিচালক হতেন এবং রাজনৈতিক সিনেমা বানাতেন তাহলে সারাজীবনে একটা হলেও অন্য গল্প বলতেন। ইতিহাস বিকৃত করে সস্তার সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সিনেমার বক্সঅফিস ভরানো নয়। ব্যালট বক্স ভরানোর উদ্দেশে উনি সিনেমা বানান।'
ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার ঘটনায় যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের উদ্দেশে রাণার বক্তব্য, 'যাঁরা বলছেন ট্রেলার লঞ্চ ইভেন্ট আটকানো ঠিক হয়নি বা শিল্পের কণ্ঠরোধ করা উচিত হয়নি তাঁদের বোঝা উচিত বিবেক অগ্নিহোত্রী কোনও শিল্প করতে এখানে আসেননি। ২০২৬ ভোটের আগে হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি করতে উনি এসেছেন। তাই ওঁর ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অনুমতি থাকলেও বন্ধ করে দেওয়া দরকার ছিল।'
আরও পড়ুন 'চূড়ান্ত অরাজকতা'! কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার লঞ্চে ধুন্ধুমার, মমতাকে আক্রমণ বিবেকের
'এরপর উনি কলকাতা এলে সাম্প্রদায়িক উস্কানির দায়ে গ্রেফতার করা হোক। বাংলার মানুষ কোনও সাম্প্রদায়িক উস্কানি আর মেনে নেবে না।' প্রযোজক রাণা সরকারের 'ধূমকেতু'-কে প্রাইম টাইমে সব শো দেওয়ার নিদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সমস্ত বাংলা ছবি প্রাইম টাইমে শো পাবে, সেই সিদ্ধান্তও গৃহিত হয়েছে। সেই জন্যই সরকারের সমর্থনে রাণা সরকার? লাস্ট বাট নট ইন লিস্ট, কুণাল ঘোষ শনিবার এক্স হ্যান্ডেলে বিবেককে খোঁচা মেরে বলেছেন, তিনি কেন গুজরাট ফাইলস বানাচ্ছেন না? সেই সুরে সুর মিলিয়েই কী রাণা বললেন, '...সারাজীবনে একটা হলেও অন্য গল্প বলতেন'।
আরও পড়ুন এলভিশের বাড়ির বাইরে ২৫-৩০ রাউন্ড গুলিবর্ষণ, সলমন-কপিল শর্মার পর কেন 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার?