/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-17-17-48.jpg)
মমতাকে কড়া সুরে বিঁধলেন বিবেক
Bengal Files Trailer Launch-Kolkata: 'দ্য কাশ্মীর ফাইলস'-র পর এবার বিতর্কের কেন্দ্রে 'দ্য বেঙ্গল ফাইলস'। শুক্রবার স্বস্ত্রীক কলকাতায় এসেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সৌজন্যে শনিবার নতুন সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। প্রথমে শহর কলকাতার একটি মাল্টিপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু, রাজনৈতিক চাপের কারণে স্থান পরিবর্তন করে একটি অভিজাত হোটেলে 'দ্য বেঙ্গল ফাইলস'-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়। সেখানেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হল না। বলা ভাল, 'দ্য বেঙ্গল ফাইলস'-র ট্রেলার কলকাতাকে প্রদর্শনের সম্মতিই দিল না মমতার সরকার।
In the land of the legendary filmmaker Satyajit Ray, West Bengal has once again witnessed a shameful episode that shatters every limit of democratic decency. Words are simply inadequate to condemn what has just taken place.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 16, 2025
Renowned director @vivekagnihotri Ji had arrived in…
তিলোত্তমার বুকে দাঁড়িয়ে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হল কলকাতায়। শনিবার ট্রেলার প্রদর্শন চলাকালীন আকস্মিকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করলেন বিবেক অগ্নিহোত্রী। সাংবাদিকদের সামনে তিনি বলেন, 'এখানে অরাজকতা চলছে। এটি একনায়কতন্ত্রের উদাহরণ।'
আরও পড়ুন 'আমি এই সরকারের বিপক্ষে...', শাসকদলের বিরুদ্ধে কথা বললে কেরিয়ারের 'অঙ্ক' কঠিন হওয়ার ভয় নেই সৌরভের?
ট্রেলার লঞ্চে বিশৃঙ্খলা
অনুষ্ঠানগৃহের ভিতরে ইচ্ছাকৃ বৈদ্যুতিক তার কেটে দেওয়া হয়। যার ফলে দু'বার প্রদর্শন বন্ধ হয়ে যায়। এরপর হঠাৎ পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এরপরই ঘটনাস্থলে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিহোত্রীর অভিযোগ, 'এটা ছিল প্রাইভেট স্ক্রিনিং। আমাদের সমস্ত অনুমতি ছিল। তবুও পুলিশকে ব্যবহার করে ট্রেলার দেখানোতে বাধা দেওয়া হল। পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থে পুলিশকে কাজে লাগানো হচ্ছে।'
VIDEO | As trailer launch of 'The Bengal Files' was stopped in Kolkata, filmmaker Vivek Agnihotri (@vivekagnihotri) says, "It has happened in front of you, camera captured, the trailer launch of CBFC approved movie was stopped, this is an anarchy, dictatorship... Police had come… pic.twitter.com/bALRD8ihIA
— Press Trust of India (@PTI_News) August 16, 2025
মাল্টিপ্লেক্সে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল
শুক্রবারই অগ্নিহোত্রী অভিযোগ করেছেন রাজনৈতিক চাপের কারণে একটি শীর্ষস্থানীয় সিনেমা হল শেষ মুহূর্তে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করে দেয়। তিনি এক্স-এ (টুইটার) ভিডিও শেয়ার করে জানান, লিখিত অনুমতি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ 'রাজনৈতিক চাপ' ও সম্ভাব্য 'অশান্তির আশঙ্কা'-র কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিল করেছে। পরিচালেকর প্রশ্ন, 'এটা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাহলে ভারতে দুটি সংবিধান আছে? একটা দেশের জন্য আরেকটা পশ্চিমবঙ্গের জন্য?'
বিবেক অগ্নিহোত্রী...
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 16, 2025
গুজরাট ফাইলস করার দম হল না? pic.twitter.com/j0KJPfflxV
লাস্ট বাট নট ইন লিস্ট, সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় হোটেল থেকে বার করে নিয়ে যাওয়া হয় বিবেক ও পল্লবীকে। এই ঘটনায় অত্যন্ত হতাশ পরিচালক। বিবেকের দাবি, চোর-ডাকাতদের ধরতে পুলিশ আসে, তাঁরা তো সিনেমা তৈরি করেন! সত্যজিৎ রায়ের শহরে এমন অনৈতিক ঘটনার তীব্র প্রতিবাদ করেন দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক।