Saurav Das-The Bengal Files: 'ওঁরা কেন খারাপ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে হাসপাতালে অসুস্থ বাবার প্রশ্নে চিন্তিত সৌরভ

The Bengal Files Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস'-এ অভিনয়ের মাশুল গুণতে হচ্ছে বাঙালি অভিনেতা সৌরভ দাসকে? সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে তেমনই ইঙ্গিত।

The Bengal Files Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস'-এ অভিনয়ের মাশুল গুণতে হচ্ছে বাঙালি অভিনেতা সৌরভ দাসকে? সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে তেমনই ইঙ্গিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বাবাকে নিয়ে দুঃশ্চিন্তা সৌরভের

Saurav Das: এই মুহূর্তে পেজ ৩-এর অন্যতম চর্চিত টপিক 'দ্য বেঙ্গল ফাইলস'। এই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই আঁচ এসে পড়েছে বাংলা ইন্ডাস্ট্রির দুই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাসের উপর। কারণ তাঁরা দুজনেই এই ছবির অংশ। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর  বিতর্কিত 'ফাইলস' ট্রিলজির শেষ ভাগ 'দ্য বেঙ্গল ফাইলস'-এ অভিনয়ের মাশুল গুণতে হচ্ছে বাংলার এই দুই অভিনেতাকে। সিনেমার ট্রেলার মুক্তির পর এই ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতিকরণ থেকে সাম্প্রদায়িকতার সুরসুরি রয়েছে বলে অভিযোগ। কলকাতায় সিনেমার ট্রেলার প্রদর্শনে বাধ সাধার পরই বিতর্ক আরও জোড়াল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন বাংলার দুই বিশিষ্ট অভিনেতা এই ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন। কটাক্ষের বাণে বিদ্ধ হচ্ছেন সৌরভ-শাশ্বত। আর সেই আঁচে পুড়ছে পরিবার।

Advertisment

অভিনেতা সৌরভ দাসের বাবা অসুস্থ, হয়েছে অস্ত্রোপচারও। তিনিও জানেন ছেলেকে অনেক কুকথা শুনতে হচ্ছে। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরতেই সৌরভের কাছে সেই প্রশ্নের উত্তর চান অসুস্থ বাবা। সন্তান হিসেবে সেই মুহূর্ত খুবই বেদনাদায়ক। বাবার অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অভিনেতা। স্বাভাবিকভাবেই মন ছিল ভারাক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট শেয়ার করে সৌরভ লেখেন, 'অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরতেই বাবা জিজ্ঞেস করেন, 'ওঁরা তোমার সম্পর্কে এমন খারাপ কথা কেন বলছে?' এই প্রশ্নই যেন মনের যন্ত্রণাকে দ্বিগুণ করে দিয়েছে।  

Advertisment

সেই কষ্ট সকলের সঙ্গে শেয়ার করে তিনি লিখেছেন, 'আমি কাউকে চিনিও না, কারও কোনও ক্ষতি করিনি। তবুও এত বিষাক্ত কথা শুনতে হয়। বাবা এক ঘণ্টা আগেই অপারেশন টেবিলে ছিলেন। সেই সময় আমার ওপর এই অন্যায় কটাক্ষ তাঁকেও ভীষণ কষ্ট দিয়েছে। শিল্পের প্রতি ভালোবাসার জন্য শূন্য থেকে পথ চলা শুরু করেছিলাম। কঠোর পরিশ্রম করছি এখনও। কিন্তু এই পেশায় গ্ল্যামারের থেকে বিষাক্ত কথা বেশি শুনতে হচ্ছে। বাবা-মায়ের জন্য এই যন্ত্রণা আরও কঠিন।'

আরও পড়ুন 'তৃণমূলের শেখানো বুলি বলছেন', 'দ্য বেঙ্গল ফাইলস'-র নাম পরিবর্তন প্রসঙ্গে শাশ্বতর মন্তব্যের পালটা পরিচালক

মনের যন্ত্রণা ভাগ করে সৌরভ আরও লেখেন, 'মানুষের বোঝা উচিত, আমরাও সাধারণ মানুষ। বাকি পেশার মতো আমরাও এই পেশার সঙ্গে যুক্ত। যন্ত্রণা সকলের ক্ষেত্রেই আছে কেবল রূপ ভিন্ন। তবুও আমি নিজেকে গর্বিত মনে করি। যাত্রাপথ এখনও শুরুই হয়নি, তবুও বড় স্বপ্নগুলোকে ছোঁয়ার চেষ্টা চালিয়ে যাব। পরিবারকে সুরক্ষিত রাখব, আমরা ঈশ্বরের সন্তান, নিশ্চয়ই পারব।' পোস্টের শেষে অনুরাগীদের উদ্দেশে লেখেন, 'যদি কেউ এই লেখার সঙ্গে নিজেকে মেলাতে পারেন তাহলে জেনে রাখুন আমরা সবাই একসঙ্গে এই পথ চলছি। নিজেকে গর্বিত করুন, পরিবারকে আগলে রাখুন, আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান।'

আরও পড়ুন বিবেকের বিরুদ্ধে মুখ খুলতেই প্রাণনাশের হুমকি-কাজ হারানোর হুঁশিয়ারি, সঙ্ঘশ্রীর সাফ জবাব...

Vivek Agnihotri Saurav Das