/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-11-43-00.jpg)
শাশ্বতকে পালটা আক্রমণ বিবেকের
The Bengal Files Controversy: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। এই ঘটনায় মমতার সরকারকে দোষারোপ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। রাজনৈতিক চাপের জন্য কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। দ্য বেঙ্গল ফাইলস কে বিতর্ক আরও জোড়াল হচ্ছে। বাংলাকে ঘিরে তৈরি হয়েছে এই ছবি। আর সেখানে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো অভিনেতারা। বিতর্কের মাঝে শাশ্বত এক সংবাদমাধ্যমে দাবি করেছেন ছবির নাম পরিবর্তনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। এই মন্তব্যের পালটা কী বললেন পরিচালক বিবেক?
সোমবার দিল্লিতে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী অকপটে জানান, শাশ্বত যা বলছেন তা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শেখানো বুলি। মুচকি হেসে হেঁয়ালি করে বলেন, 'তৃণমূল পার্টি যা বলে মানুষ ওখানে সেটাই করে, সেটাই বলে।' শাশ্বতর বক্তব্য প্রসঙ্গে পরিচালকের পালটা যুক্তি, ছবির নাম পরিবর্তন বা গল্পের মূল ভাবনা সম্পর্কে অভিনেতাকে কিছু জানানো হয়নি এই দাবি ভিত্তিহীন। যে ছবির প্রথম নামেই 'বেঙ্গল চ্যাপ্টার' উল্লেখ ছিল সেখানেই তো স্টোরিলাইন বোঝা যায়।
আরও পড়ুন 'আমি ইতিহাসবিদ নই যে...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে মুখ খুললেন বাঙালি অভিনেতা শাশ্বত
দ্য বেঙ্গল ফাইলসে শাশ্বতর চরিত্র নিয়ে বিবেক বলেন, শাশ্বত একজন প্রাক্তন বিধায়কের চরিত্রে অভিনয় করছেন। এই ছবির কাহিনি সম্পূর্ণভাবে বাংলায় আবদ্ধ। সিনেমার নাম প্রথমে ছিল 'দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার'। মুর্শিদাবাদের বিধায়ক হিসেবে শাশ্বত বাঙালি চরিত্রে অভিনয় করছেন। পুরো ছবিই বাংলায় আবর্তিত। সকল অভিনেতাই বাঙালি। সুতরাং কেউ যদি এখন এসে বলে যে আগে জানানো হয়নি, তা ঠিক নয়।'
অগ্নিহোত্রী আরও জানান, 'ছবির নাম অনেক আগেই পরিবর্তিত হয়েছে। গত এক মাস ধরে দিল্লিতে ছবিটি প্রদর্শিত হচ্ছে। পোস্টার বেরনোর পর ছবির সঙ্গে যুক্ত প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে কাছে পাঠানো হয়েছিল। সকলের পছন্দও হয়েছিল। একজন অভিনেতা আজ কী বললেন সেই বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি আমার সহঅভিনেতা, ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ছবিতে দুর্দান্ত কাজ করেছেন। জাতীয় পুরস্কারও পেতে পারেন। তবে বাংলায় তো শাসক দলই বলে দেয় কাকে কী বলতে হবে।'