Writwik Mukherjee Viral Video: 'ইমেজ নষ্ট করতে...', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপত্তিকর ভিডিও, বিস্ফোরক অভিনেতা ঋত্বিক

Writwik Mukherjee: অভিনেতা সাহেব ভট্টাচার্যের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋত্বিক মুখোপাধ্যায়ের আপত্তিকর ভিডিও। এই ঘটনায় কী পদক্ষেপ নিলেন পর্দায় আদিদেব?

Writwik Mukherjee: অভিনেতা সাহেব ভট্টাচার্যের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঋত্বিক মুখোপাধ্যায়ের আপত্তিকর ভিডিও। এই ঘটনায় কী পদক্ষেপ নিলেন পর্দায় আদিদেব?

author-image
Kasturi Kundu
New Update
cats

মুখ খুললেন ঋত্বিক

Bengali Actor Writwik Mukherjee Video: টলিপাড়ায় ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেলি তারকা সাহেব ভট্টাচার্য থেকে ঋত্বিক মুখোপাধ্যায়ের আপত্তিকর ভিডিও। বিগত কয়েকদিন ফেসবুক ফিডে ছোট পর্দার দুই নায়কের অপ্রীতিকর ভিডিও ঘিরে একেবারে শোরগোল। প্রিয় অভিনেতাদের ভাইরাল ভিডিও ঘিরে যাঁরা চর্চায় মেতেছেন তাঁদেরকে একহাত নিয়েছেন নেটনাগরিকদের একাংশ। চাঁছাছোলা ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। 'কথা' ধারাবাহিকের 'এভি' অর্থাৎ অভিনেতা সাহেব ভট্টাচার্য এখনও পর্যন্ত একেবারে স্পিকটি নট। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অধরা। তবে নিজের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন 'আনন্দী' খ্যাত অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেতা বলেছেন, 'প্রতিদিন শুটিংয়ের ব্যস্ততার মধ্যে এইসব নিয়ে ভাবার সত্যিই অবকাশ পাই না। আমি খবরটা শুনেছিলাম কিন্তু, প্রথমে ফেক ভিডিও ভেবে গুরুত্ব দিইনি। কিন্তু, পরে যখন আমার ছোটবেলার বন্ধুরা বলল তখন নড়েচড়ে বসলাম। বুঝলাম বিষয়টা খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। সাইবার সেলের সঙ্গে কথা হয়েছে। সব নিয়ম মেনেই অভিযোগ দায়ের করেছি। ওঁরা উপযুক্ত পদক্ষেপও নিয়েছে।'

আরও পড়ুন মাথার ভিতর গজ কাপড় আর বাদাম! অস্ত্রোপচারের পর স্মৃতিশক্তি হারালেন অভিনেতা ঋত্বিক

Advertisment

আরও যোগ করেন, 'আমি নিজেই ভিডিওটা দেখে চমকে গিয়েছি। যাঁরা আমাকে চেনে তাঁরা কিন্তু, বলেছে যে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ওটা আমি নই। ভিডিওটা নিয়ে যখন সাইবার সেলে গেলাম ওঁরা জানাল এটা মর্ফ ভিডিও। আমার তো মনে হচ্ছে, আমাকে কেউ ফাঁসাতে চাইছে। এই ঘটনায় কে জড়িত সেটা এখনও জানা যায়নি। পুলিশের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা সামনে আসবে বলে আমি আশাবাদী। যাঁরা ব্যক্তিগতভাবে আমাকে চেনে বা যাঁরা আমার কাজ দেখেন তাঁরা যদি আমাকে বিশ্বাস করেন সেটাই আমার জয়।'

আরও পড়ুন চওড়া সিঁদুর-লাল টিপ আলতা রাঙা পায়ে যেন সাক্ষাৎ মা লক্ষ্মী! অভিষেক-শার্লির পর চুপিসারে বিয়ে সারলেন মনামী!

ঋত্বিক মুখোপাধ্যায় খানিক সুর চড়িয়ে বললেন, 'আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ইন্ডাস্ট্রিতে আমি বহুদিন কাজ করছি। আমার সুনাম আছে। দর্শক আমাকে ভালবাসে। সেই জায়গাটাই নষ্ট করার চেষ্টা করা হয়েছে।' কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখন সেটাই জানার অপক্ষায় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। 

আরও পড়ুন লাল টুকটুকে বেনারসী কপালে চন্দনের ফোঁটা গা ভর্তি গয়না, প্রকাশ্যে বাঙালি অভিনেত্রীর বিয়ের সাজ

Bengali Serial Writwik Mukherjee