Sayak-Rajrajeshwari Rani Bhabani: স্টার জলসার নতুন ধারাবাহিক 'রাজেশ্বরী রাণী ভবানী'। সম্প্রচারের পরই টিআরপি তালিকার প্রথম স্থানে জায়গা পেয়েছে রাণী ভবানী। অগাস্টের প্রথম সপ্তাহেই বাজিমাত। 'পরশুরাম আজকের নায়ক'-কে টেক্কা দিয়ে 'বেঙ্গল টপার'-এর তকমা ছিনিয়ে নিয়েছে এই মেগা। আর তারপরই ধারাবাহিকে নয়া চমক। এন্ট্রি হল নতুন নায়কের। অভিনেতার পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার, তিনি নান আদার দ্যান সায়ক চক্রবর্তী।
আরও পড়ুন জামাইষষ্ঠীর পরই সিঙ্গল টু মিঙ্গল, চুপিসারে কার সঙ্গে ঘর বাঁধলেন সায়ক? দেখুন ছবি
রবিবাসরীয় ছুটির দিনে রাজার সাজে হাজির সায়ক। 'রাজেশ্বরী রাণী ভবানী'-তে রাজা রাজবল্লভ-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সোমবার সন্ধ্যায় বাংলা মেগার দর্শকের ড্রইং রুমে পৌঁছে যাবেন রাজা রাজবল্লভ, সায়ক চক্রবর্তী। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে স্বপ্ন দেখা স্বার্থক হল সায়কের। সেই কারণ ব্যখা করে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেতা কী বললেন?
উচ্ছ্বাসের সঙ্গে সায়ক বলেন, 'এই প্রজেক্টটা যখন শুরু হয়েছিল তখন থেকেই আমার মনে হত যদি আমি এই মেগায় কোনও বিশেষ চরিত্রে কাজের সুযোগ পাই। মনের আশা মনেই রেখে দিয়েছিলাম। তবে এটা জানতাম, ভগবান আমার মনের কথা শোনেন, এবারও নিশ্চয়ই আমার ইচ্ছেপূরণ করবেন। অবশেষে আমার স্বপ্নপূরণ হল। মেগার সম্প্রচারের আগে কলকাতা শহরজুড়ে একটা বিশেষ পরিক্রমার আয়োজন করা হয়েছিল। ওটা আমি প্রমোট করেছিলাম, আর এখন সেই শোয়ে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যিই বিরাট প্রাপ্তি।'
আরও পড়ুন সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?
রাজা রাজবল্লভ-এর লুক সেটের পর নিজেকে আয়নায় দেখে প্রথম প্রতিক্রিয়া কেমন ছিল? সায়ক বলেন, 'লুকটা করতে অনেকটা সময় লেগেছিল। ফার্স্ট লুক যেহেতু তৈরি হচ্ছিল তাই সময়টাও বেশি লেগেছে। ফাইনালি যে লুকটা রিলিজ হয়েছে আমার দারুণ লেগেছে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে হয়েছে, আমার মধ্যে তো রাজার চরিত্রের কোনও গুণই নেই। ভাবতেই পারি না রাজার মতো ক্ষমতা, রাজার মতো দাম্ভিক, রাজার মতো চাক্ষুস কোনওটাই তো আমার মধ্যে নেই। আমি তো সবসময়ই হাসি-মজা করতে ভালবাসি, ইয়ার্কি মারি, মাটির মানুষ হয়ে থাকতে পছন্দ করি। সেই মানুষটাকে রাজার মতো আচরণ করতে হবে, এটাই তো অভিনয়।'
আরও পড়ুন পিতৃদিবসে বাবাকে 'স্পর্শ' করে মায়ের জয়গান, গোয়ায় 'ফাদার্স ডে' উদযাপন সায়কের