Bengali Actress: অভিষেকের প্রেমিকা বদলের তালিকায় অলিভিয়াও! শার্লির সঙ্গে বিয়ের পরই মুখ খুললেন অভিনেত্রী

Alivia Sarkar-Abhishek Bose: অভিষেক বসুর প্রাক্তন জুটি হিসাবে নাম জুড়ে দেওয়া হয়েছে অলিভিয়া সরকারের। দিয়া, সুরভীর তালিকায় সত্যিই রয়েছেন তিনিও? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানাচ্ছেন অলিভিয়া সরকার?

Alivia Sarkar-Abhishek Bose: অভিষেক বসুর প্রাক্তন জুটি হিসাবে নাম জুড়ে দেওয়া হয়েছে অলিভিয়া সরকারের। দিয়া, সুরভীর তালিকায় সত্যিই রয়েছেন তিনিও? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানাচ্ছেন অলিভিয়া সরকার?

author-image
Kasturi Kundu
New Update
ওঁদের সংসার করতে দিন: অলিভিয়া

ওঁদের সংসার করতে দিন: অলিভিয়া

Alivia Sarkar Gossip: টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ অলিভিয়া সরকার। বাংলা সিরিয়াল থেকে সিনেমা, অলিভিয়া বাঙালির পছন্দের পাত্রী। ভিন্নস্বাদের চরিত্রে বারবার বাংলা মেগার দর্শকের মেয়ে হয়ে উঠেছেন। এই মুহূর্তে রাপ্পা রায় ডট কমের শুটিংয়ে ব্যস্ত। একটানা পাঁচরাত বিনিদ্র রজনী যাপন। এর মাঝেই মহা বিপত্তি! সদ্য বিবাহিত অভিষেকের সঙ্গে 'প্রাক্তন' হিসেবে নাম জড়িয়ে গেল অলিভিয়ার। অভিনেতা অভিষেক বসুর ফ্যানপেজের জন্য বিড়ম্বরার অন্ত নেই। সিরিয়াল বদলের সঙ্গে সঙ্গে অভিষেক প্রেমিকা বদল করেন, একাধিক ফ্যানপেজের তরফে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। সেখানেই প্রাক্তন জুটি হিসাবে নাম রয়েছে অভিষেক বোস ও অলিভিয়া সরকার। রাতজাগা ক্লান্ত শরীর সায় না দিলেও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া মন্তব্য করেছেন অলিভিয়া। সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা ভাল বন্ধু ছাড়া আর কিছু নন। 

Advertisment

সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় অলিভিয়ার সঙ্গে। খানিক বিরক্তির সুরেই বলেন, ' একটানা পাঁচরাত জেগে শুটিং, তারপর যদি এইরকম সব জিনিস দেখি তাহলে কার না বিরক্ত লাগে? ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় তো আমার পরিবারের লোকজনও আছে। বন্ধুরা কয়েকদিন ধরেই আমাকে এই ব্যাপারে বলছিল। তখন অতটা গুরুত্ব দিইনি। কিন্তু, দেখলাম প্রতিনিয়ত এই চর্চা বেড়েই চলেছে। অভিষেকের একাধিক ফ্যান পেজ থেকে এইসব ভুলভাল জিনিস শেয়ার করা হচ্ছে। আমরা একটা সময় ভাল বন্ধু ছিলাম। এখন তো দেখাও হয় না সেভাবে। সদ্য বিয়ে করেছে, ওঁদেরকে তো শান্তিতে সংসারই করতে দেবে না মনে হচ্ছে।'

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন অলিভিয়া। তাঁর মতে, 'সমাজ তো কোনও কিছু হলেই আগে মেয়েদের মধ্যে খুঁত খুজতে চায়। এই যে আমার নাম অভিষেকের সঙ্গে জুড়ে দিল এতে কিন্তু, ওকে হয়ত সেভাবে কেউ কিছুই বলবে না। কিন্তু, আমাকে খোঁচা দেবে। আমি এখন এইসব প্রেম-টেম থেকে দূরে। নিজের মতো এই বেশ ভাল আছি। কাজ করছি, বাড়ি আসছি তারপর নিজের মতো করে নিজে দিব্যি আছি।'

Advertisment

 প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন। হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবি ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে অসুস্থতার খবর জানিয়েছিলেন। অলিভিয়া বলেছিলেন, 'আমি একা থাকি তো, তাই সামান্য অসুস্থাকে অত গুরুত্ব দিই না। মনের জোরে সবটা সামলে নিই। তাছাড়া প্রোডাকশনের তরফে যে সাহায্য পেয়েছি সেটা সত্যিই অতুলনীয়। ওঁরা আমার খুব খেয়াল রাখেন।' 

আরও পড়ুন হাসপাতালের বিছানা-হাতে স্যালাইনের নল! বমি করে মুখ-চোখ লাল, কেমন আছেন অলিভিয়া?

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali News Bengali serial TRP Bengali Film Industry Alivia Sarkar