Anamika Chakraborty Video: বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ অনামিকা চক্রবর্তী। এখন অবশ্য ছোট পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। ওজন বৃদ্ধির কারণে কাজ পেতে সমস্যা হচ্ছে সেই বিষয়টি নিজেই জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অনামিকা। নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকেন। কিন্তু, কয়েকদিন তাঁর দেখা না মিলতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। কেন তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না সেই প্রশ্নে একেবারে জেরবার অনামিকা। অবশেষে দেখা মিলল অভিনেত্রীর। কী কারণে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন সেই কারণ বাতলে দিলেন।
ভ্লগিং-ই যেহেতু এখন অনামিকার পেশা তাই তাঁকে দেখতে না পেলে ভক্তদের মনে দানা বাঁধে নানা প্রশিন। তিনি সুস্থ আছেন কিনা জানতে চেয়েছিলেন। সকলকে আশ্বস্ত করে অনামিকা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর কিছু হয়নি। কিন্তু, প্রাণের চেয়ে প্রিয় পোষ্য বেলা খুব অসুস্থ ছিল। তাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ভ্লগিংয়ের সময় পাননি।
অনামিকার সোশ্যাল মিডিয়ায় বেলার অনেক ছবি-ভিডিও রয়েছে। তিনি যে পশুপ্রেমী সে কথা বলার অবকাশই রাখে না। পোষ্যরা যে সন্তানের চেয়ে কোনও অংশে কম নয় সেটা বোঝে একমাত্র পেট পেরেন্টসরাই। সেই বিষয়টিকে সামনে রেখে অনামিকা বলেন, বেলার ডায়রিয়া হয়েছিল, শরীর থেকে রক্ত বেরচ্ছিল। স্যালাইন পর্যন্ত চলেছে।
আরও পড়ুন সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?
এইরকম পরিস্থিতিতে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। পোষ্যদের চিকিৎসা ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। অনেক পশু চিকিৎসকের কাছে গেলেও বেলার সঠিক চিকিৎসা তাঁরা করেননি বলে অভিযোগ। অবশেষে একজন 'দয়ালু' চিকিৎসকের দরজায় কড়া নাড়লে তিনি বেলাকে সুস্থ করে তোলেন।
প্রত্যেকে টাকা নিয়েছেন কিন্তু, খুব সহজে বলে দিয়েছেন এই আবহাওয়ায় ডায়রিয়া স্বাভাবিক। কিন্তু, চিকিৎসকের নাম উল্লেখ না করে যাঁর সাহায্যে বেলা সুস্থ হয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, তিনিই একমাত্র টাকার তোয়াক্কা না করে একটা প্রাণকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। পরে সেই চিকিৎসকের নাম জানবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অনামিকা।
আরও পড়ুন ভরা বর্ষায় বাজল বিয়ের সানাই! সিঁদুরে রাঙা সিঁথি, ছাদনাতলায় স্বামীকে সোহাগ জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর