Bengali Actress Wedding: ভরা বর্ষায় বাজল বিয়ের সানাই! সিঁদুরে রাঙা সিঁথি, ছাদনাতলায় স্বামীকে সোহাগ জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর

Priyanka Mitra Wedding: টলিপাড়ায় বাজল বিয়ের সানাই! ছাদনাতলায় জনপ্রিয় বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। সত্যিই চুপিচুপি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Priyanka Mitra Wedding: টলিপাড়ায় বাজল বিয়ের সানাই! ছাদনাতলায় জনপ্রিয় বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। সত্যিই চুপিচুপি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

author-image
Kasturi Kundu
New Update
cats

কনের সাজে প্রিয়াঙ্কা

Priyanka Mitra Wedding Video: বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র।  এই মুহূর্তে দুটি ধারাবাহিকে কাজ করছেন। একদিকে সান বাংলার 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' আর একটি স্টার জলসার নতুন মেগা 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'। দাপুটে খলনায়িকা পরমেশ্বরী-র চরিত্রে অভিনয় করছেন। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটছে প্রিয়াঙ্কার। এর মাঝেই চুপিসারে মনের মানুষ শুভ্রজিৎ সাহার সঙ্গে সাত পাক ঘুরে ফেললেন অভিনেত্রী!

Advertisment

কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না! বেনারসি-গা ভর্তি গয়না-সিঁদুরে রাঙা সিঁথি-লজ্জাবস্ত্রের আড়ালে খুনসুটি- ছাদনাতলায় একে অপরের কপালে এঁকে দেওয়া আলতো চুম্বনের মুহূর্তগুলো দেখে থ প্রিয়াঙ্কার ভক্তরা। ২০২৪-এর শীতে বাগদান সেরেছিলেন, আর ভারী বর্ষায় চুপিচুপি বিয়ে?

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নে হেসে ফেলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী বলছেন, 'বিয়ের ভিডিও দেখে অনেকেই ভাবছে আমি বোধহয় সত্যিই সামাজিক বিয়ে করে ফেলেছি। কিন্তু, বাস্তবে এমন কিছুই ঘটেনি। বিজ্ঞাপনী ছবির শুটিংয়ের একটি মুহূর্ত। সামনেই আমাদের বিয়ে, তাই এই শুটিংয়ের প্রস্তাবটা আমাদের কাছে এসেছে। নিজের কাজ নিয়ে এই মুহূর্ত প্রচন্ড ব্যস্ত।'

আরও পড়ুন সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?

আরও বলেন, 'কাজের ফাঁকেই শপিং করছি। সোনায় বাঁধানো শাঁখা-পলা কেনা হয়েছে। বিয়ের দিন আমাকে লাল বেনারসি, গয়নায় বাঙালি বধূর সাজে দেখা যাবে।' উল্লেখ্য, আইনি বিয়ে-বাগদান হয়ে গেলেও শুটিংয়ে কিন্তু, সিঁদুর ব্যবহার করেননি শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা। বিশেষ দিনেই শুভ্রজিৎ-এর নামে সিঁদুরে রাঙা হবে প্রিয়াঙ্কার সিঁথি। 

অন্যদিকে বাস্তবে সই বিয়ের মাধ্যমে 'প্রিয় বন্ধু'-র সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছে বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য। শনিবার একপ্রকার চুপিসারেই মনের মানুষ দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন টেলি অভিনেত্রী।

আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির?

শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে শুরু হয়েছে রূপালি-দেবাঙ্কর নতুন জীবন। নববধূ রূপালির পরণে ছিল গাঢ় গোলাপি বেনারসি, গা ভর্তি গয়না, কপালে চন্দনের কারুকার্য আর  সিঁথিতে উজ্জ্বল সিঁদুর। শনিবার সোশ্যাল মিডিয়ায় গভীররাতে বিয়ের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন অভিনেত্রী। 

Bengali Actress Bengali Serial