Ashmita Chakraborty-Bolpur: পাতে পচা মটন-অত্যন্ত দুর্ব্যবহার, বোলপুরে খাবার বিভ্রাটে 'লাভবার্ডস' অস্মিতা-প্রারব্ধি

Santiniketan Restaurant Bolpur: খাবার পাতে নষ্ট হয়ে যাওয়া মটন। টেবিলে খাবার পরিবেশনের পর অত্যন্ত দুর্ব্যবহার। বোলপুরে সোনাঝুরির এক রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি অস্মিতা-প্রারব্ধিরা।

Santiniketan Restaurant Bolpur: খাবার পাতে নষ্ট হয়ে যাওয়া মটন। টেবিলে খাবার পরিবেশনের পর অত্যন্ত দুর্ব্যবহার। বোলপুরে সোনাঝুরির এক রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে মারাত্মক পরিস্থিতির মুখোমুখি অস্মিতা-প্রারব্ধিরা।

author-image
Kasturi Kundu
New Update
w

বোলপুরে যত কাণ্ড!

Sonajhuri Restaurant Bolpur Food: কাজের ব্যস্ততা থেকে একটু ফুরসৎ মিলতেই ছোট্ট ট্যুর প্ল্যান করেছিলেন স্টুডিওপাড়ার লাভবার্ডস প্রারব্ধি সিংহ ও অস্মিতা চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁদের বন্ধুবান্ধবও। মোট ছ'জনের একটি গ্রুপ শান্তিনিকেতনে ছুটি কাটাতে গিয়েছিলেন। শহরের কোলাহল থেকে একটু দূরে নিজেদের মতো করে সময় কাটাতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। রাত দশটায় পাতে পড়ল দুর্গন্ধযুক্ত মটন সেই সঙ্গে মধ্যাহ্নভোজে কপালে জুটল অত্যন্ত দুর্ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় সেই সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন অস্মিতা সহ প্রত্যেকেই।

Advertisment

এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অস্মিতার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'আমরা ছ'জন বন্ধু বোলপুরে শর্ট ট্রিপে এসেছিলাম। এখানে একটা রিসর্টে ছিলাম। ওটা খুব ভাল ছিল। কিন্তু, যে হোটেলে খেতে গিয়েছিলাম সেটা ছিল মারাত্মক। আমরা একদিন রাতে খাবার নিতে গিয়েছিলাম তখন বলল অনলাইনে পাঠাচ্ছে। ওই হোটেলের খাবার যখন আমরা পেলাম তখন রাত প্রায় ১১ টা। খুলে দেখি মটন থেকে দুর্গন্ধ বেরচ্ছে। আর কিছু খাবার ছিল। সেগুলোর গুণগত মানও অত্যন্ত খারাপ ছিল। যখন আমরা খাবার বদলানোর কথা বলা হয় তখনই বচসা বাঁধে।'

Advertisment

আরও পড়ুন 'আমার সামনে দাঁড়িয়ে ওই নোংরা...', অকথ্য ভাষায় স্বর্গীয় শাশুড়িমাকে গালি! পুলিশের দ্বারস্থ শ্রীময়ী-কাঞ্চন

আরও বলেন, 'পরদিন আমরা যখন সোনাঝুরিতে ঘুরছিলাম তখন ভাবলাম লাঞ্চটাও আমরা এখানেই করে নিই। প্রত্যেকের জন্যই একটা করে থালি অর্ডার করা হয়। শুধু প্রারব্ধির দাঁতে একটু সমস্যা হচ্ছিল বলে ও বলল ওঁর জন্য নেওয়া হয়নি। আমি বললাম আমার থেকেই ও একটু খেয়ে নেবে। এটা শুনে ওরা হঠাৎ বলে, এই টেবিলে আর কোনও খাবার রিপিট (পুনরায় পরিবেশন) হবে না।'

আরও পড়ুন সৃজিতের ছত্রছায়ায় শিকে ছিঁড়ল 'ফুলকি'-র, ধারাবাহিকে আর দেখা যাবে দিব্যাণীকে?

অস্মিতার প্রশ্ন, 'কেউ একজন না খেলে সেই টেবিলে আর খাবার দেওয়া হবে না এই নিয়ম কোথায় আছে? এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে অনেকে থাকলে খাবার ভাগ করে খাওয়া।' অভিনেত্রীর সংযোজন, 'আমি ভিডিওটা পোস্ট করার পর অনেকেই দেখলাম লিখেছেন, তাঁরাও নাকি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।'   

Bengali Serial