/indian-express-bangla/media/media_files/2024/11/01/bBpMJJ29DGfJt6iwYrA2.jpg)
রাগান্বিত শ্রীময়ী
Sreemoyee-Kanchan: অপমান-ট্রোল যেন নিত্যসঙ্গী। তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জন থেকে সাত পাকের বন্ধন, মধুচন্দ্রিমা, সন্তানের জন্ম প্রতিটি মুহূর্তে কটাক্ষের বাণে বিদ্ধ হয়েছেন সেলেব দম্পতি। রেহাই পায় না তাঁদের একরত্তি কৃষভিও। সোশ্যাল মিডিয়ায় সেলেবদের ট্রোল হওয়া আজকাল খুব স্বাভাবিক একটা বিষয়। নেটিজেনদের আপত্তিকর মন্তব্যকে অনেকেই এড়িয়ে যান। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও সেই দলেরই একজন। অপরিচিত ব্যক্তিদের কুরুচিকর মন্তব্য ফুৎকারে উড়িয়ে দেন। কিন্তু, যখন সেই সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন? জল গড়ায় থানা-পুলিশ এমনকী আদালত পর্যন্ত। সম্প্রতি এমনই এক ঘটনায় একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন কাঞ্চন ঘরনি শ্রীময়ী।
ফেসবুকে এক মহিলা অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। স্বর্গীয় মাকে টেনে রীতিমতো অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন। এই ঘটনায় চুপ থাকেননি অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে যুক্তি সহকারে বলেন, 'কেন চুপ থাকব বলুন তো? মোবাইল, আনলিমিটেড নেট আছে বলেই যাকে যা খুশি বলা যায়? কাঞ্চনের মা-কে নিয়ে এমন মন্তব্য! আমি সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখে রিয়্যাক্ট করি না, কিন্তু আজ সহ্যের সীমা ছাড়িয়ে গেল। কাউকে পছন্দ নাই হতে পারে, তার মানে এভাবে গালিগালাজ! আমার মেয়েটাকেও ছাড়ে না।'
আরও পড়ুন পরিচয় গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় 'নোংরা' মন্তব্য, আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শ্রীময়ীর
খানিকটা গম্ভীর সুরে শ্রীময়ীর সংযোজন, 'কাঞ্চন ওই ভদ্রমহিলার বিরুদ্ধে থানার অভিযোগ করেছে। ওঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আইনজীবীর সঙ্গেও আমাদের কথা হয়েছে। মানহানির মামলা করব। আমি দেখতে চাই ওই ভদ্রমহিলা কতটা ঔদ্ধত, আমার সামনে দাঁড়িয়ে ওই নোংরা ভাষায় গালি দিতে হবে। আমি শুনতে চাই। যে ধরনের কথা উনি বলেছেন আমি চাইলেই জবাব দিতে পারতাম। কিন্তু, আমি নিজের রুচিবোধ বজায় রেখেই প্রতিবাদ করেছি। যাঁরা আমাকে ভালবাসেন তাঁরা আমার পাশে-আমার সঙ্গে রয়েছেন।'
এদিকে ছোট্ট কৃষভিরও শরীরটা একটু খারাপ। সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করে সে কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে ৫৮ মিনিট। কৃষভিকে সদ্য ঘুম পাড়িয়ে একটু জিরিয়ে নেওয়ার অপেক্ষা। শ্রীময়ী বলেন, 'মেয়ের শরীরটাও খুব একটা ভাল নেই। ওয়েদারের জন্যই ঠান্ডা লেগেছে।' এর মাঝেই এই ধরনের ঘটনায় প্রচণ্ড বিচলিত শ্রীময়ী।
আরও পড়ুন 'ঋতুদি প্রতিশ্রুতি দিলে...', ঋতুপর্ণার পরবর্তী ছবিতে শ্রময়ী! কী বললেন অভিনত্রী?