Bengali Actress Nusrat jahan Son: ৪ বছর হওয়ার আগেই মায়ের জন্য যা করল ছেলে...! তাজ্জব বনে গেলেন খোদ বাঙালি অভিনেত্রী

Nusrat Jahan Son: নুসরত জাহান ইশানকে খুব একটা লাইমলাইটে আনেন না। ছেলের বিষয়ে খোলামেলা কথাও বলেন না। তবে চার বছর হওয়ার আগেই যে ছোট্ট ঈশান তড়িৎকর্মা হয়ে উঠেছে সেটা বুঝিয়ে দিলেন গর্বিত মা নুসরত জাহান।

Nusrat Jahan Son: নুসরত জাহান ইশানকে খুব একটা লাইমলাইটে আনেন না। ছেলের বিষয়ে খোলামেলা কথাও বলেন না। তবে চার বছর হওয়ার আগেই যে ছোট্ট ঈশান তড়িৎকর্মা হয়ে উঠেছে সেটা বুঝিয়ে দিলেন গর্বিত মা নুসরত জাহান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

চার বছরের আগেই পাকা শেফ যশরত পুত্র!

Nusrat Jahan: বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। তাঁরা এক অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন, দাম্পত্য ভাঙার গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও সেই খবরে সিলমোহর দেননি যশরত। বরং গুজবে জল ঢেলে নুসরতের একটি ভিডিও-তে কমেন্ট করেছিলেন অভিনেতা যশ। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নুসরত। ফটোশুট থেকে জীবনের সুন্দর মুহূর্ত, সিনেমার প্রচারের ছবি ভিডিও শেয়ার করেন। উইকএন্ডে এমনই একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে থালার উপর সাজানো দুটি রুটি। আর ছবির সঙ্গে লিখেছেন, সন্তান যখন তার মায়ের জন্য কিছু রান্না করে। 

Advertisment

নুসরত ইশানকে খুব একটা লাইমলাইটে আনেন না। ছেলেকে নিয়ে দেখনদারিটাও কম। কিন্তু, একটা ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, চার বছর হওয়ার আগেই বেশ তড়িৎকর্মা হয়ে উঠেছে একরত্তি ছেলে। আর খুব স্বাভাবিকভাবেই মা হিসেবে খুবই গর্বিত। স্টার কিডদের নিয়ে সাধারণ মানুষের একটা আলাদা আগ্রহ থাকে। বলিউড থেকে টলিউড, সেলিব্রিটিদের একাংশ সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখেন কেউ আবার সন্তানদের নানান মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেন।

Advertisment

আরও পড়ুন একে অপরকে আনফলো- আলাদা জায়গায় অবসরযাপন! যশ-নুসরতের সম্পর্কে ভাঙন? মুখ খুললেন অভিনেতা

২০২১ -এর অগাস্টে নুসরতের কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান ঈশান। কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ঈশানের ছবি। এরপর নিজেই সন্তানের সঙ্গে নানা মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন যশরত। যশ-নুসরতের প্রযোজনা সংস্থার শেষ ছবি আড়ি। একসঙ্গে সিনেমার প্রচার করেছেন তাঁরা। কাজের হাজার ব্যস্ততার মাঝেও নুসরত প্রতি মুহূর্তে ছেলের খোঁজ নেন।

আরও পড়ুন 'যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে...', সিনেমার প্রচারের মাধ্যমে তীব্র প্রতিবাদ যশরতের

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথা একাধিকবার বলেছেন অভিনেত্রী। আড়ির সফল্যের মাঝেই মা-বাবার সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন নুসরত। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পারিবারিক ছবি পোস্টও করেছিলেন। তবে সেখানে ছেলের মুখের উপর ইমোজি বসানো। অন্যদিকে যশও থাইল্যান্ডে ছেলের সঙ্গে কোয়ালিটি সময় কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বাবা-ছেলের সুন্দর মুহূর্তের ঝলকও তুলে ধরেছিলেন। অগাস্টে ইশানের চার বছর জন্মদিন উপলক্ষ্যে কী পরিকল্পনা রয়েছে যশরতের তা তো সময়ই বলবে।  

Nusrat Jahan Yash-Nusrat