Yash Dasgupta-Nusrat jahan Breakup: একে অপরকে আনফলো- আলাদা জায়গায় অবসরযাপন! যশ-নুসরতের সম্পর্কে ভাঙন? মুখ খুললেন অভিনেতা

Yash-Nusrat Breakup Rumour: পর্দায় আড়ি সফল হতেই বাস্তবে যশ-নুসরতের আড়ি? দুজনে ঘুরতে গিয়েছেন আলাদা জায়গায়। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো। সেলেব দম্পতির বিচ্ছেদ জল্পনা তুঙ্গে।

Yash-Nusrat Breakup Rumour: পর্দায় আড়ি সফল হতেই বাস্তবে যশ-নুসরতের আড়ি? দুজনে ঘুরতে গিয়েছেন আলাদা জায়গায়। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো। সেলেব দম্পতির বিচ্ছেদ জল্পনা তুঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
যশ-নুসরতের সম্পর্কে ভাঙন?

যশ-নুসরতের সম্পর্কে ভাঙন?

Yash Dasgupta-Nusrat Jahan: যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেই পরিচিত তাঁরা। সদ্য মুক্তি পেয়েছে যশরত জুটির নতুন ছবি 'আড়ি'। একসঙ্গে সিনেমার প্রচারও সেরেছেন দুজনে। সিনেমার সাফল্যের মাঝেই তারকা দম্পতির বিচ্ছেদ গুঞ্জন বেশ জোড়াল হয়েছে। রিল-এর পর রিয়েল লাইফেও যশ-নুসরতের 'আড়ি'? আচমকা এই ধরনের গুজব ছড়ানোর নেপথ্যে কী কারণ? আসলে পরিবারের সঙ্গে শৈলশহর দার্জিলিঙে ছুটি কাটাচ্ছেন টলি কুইন নুসরত জাহান। আর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ডে যশ। দুজনই সোশ্যাল মিডিয়ায় ভ্যাকেশনের আলাদা ছবি পোস্ট করতেই তরজা শুরু। আর সেই বিচ্ছেদ চর্চাকে আরও একটু উসকে দিয়েছে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার বিষয়টি। 

Advertisment

আরও পড়ুন 'যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে...', সিনেমার প্রচারের মাধ্যমে তীব্র প্রতিবাদ যশরতের

Advertisment

বুধবার থেকেই যশ-নুসরতের সম্পর্কের ভাঙনের গুঞ্জন তুঙ্গে। সেলেব দম্পতির এই খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ জুটির ভক্তদের। যশরত একসঙ্গে তাঁদের নতুন প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে দুটি ছবি। বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে আড়ি-তে কাজও করলেন। তারপরই...!! খবরের সত্যতা যাচাই করতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে নুসরত ও তাঁর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রথমসারির সংবাদমাধ্যম টিভি নাইন বাংলাকে যশ দাশগুপ্ত সাফ জানিয়েছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। 

আরও পড়ুন 'দাগ ভাল কিন্তু...', উৎসবের রং থেকে সারমেয়দের দূরে রাখতে কী বার্তা নুসরতের?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচের কারণেই ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে বলে জানান যশ। অভিনেতার টিম বিষয়টা দেখছে। তাঁদের সম্পর্কে কোনও সমস্যা তৈরি হয়নি বলে আশ্বস্ত করেছেন অভিনেতা। দুজনেই এখন শহরের বাইরে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। নুসরত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পারিবারিক ছবি পোস্ট করছেন। তবে সেখানে ছেলের মুখের উপর ইমোজি বসানো। অন্যদিকে যশও ছেলের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বাবা-ছেলের সুন্দর মুহূর্তের ঝলক তুলে ধরেছেন। 

আরও পড়ুন 'বেঁচে আছি-শ্বাস নিচ্ছি...', জন্মদিনে বিশেষ উপলব্ধি নুসরতের

Yash Dasgupta Nusrat Jahan Yash-Nusrat Bengali Actor Bengali Actress Bengali Cinema Bengali Film Bengali Film Industry