/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/Yash.jpg)
ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
Yash-Nusrat Aarii Promotion: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি আড়ি। তার আগে জোর কদমে চলছে সিনেমার প্রচার। হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও। সোশ্যাল মিডিয়াতেও সিনেমার প্রমোশন করছেন যশরত। একাধিক ভিডিও পোস্টের মাধ্যমে চলছে আড়ির প্রচার। এবার সিনেমার প্রচারের মাধ্যমে ঠাকুরপুকুরের ড্রিঙ্ক করে ড্রাইভের প্রতিবাদ করলেন যশ ও নুসরত। সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবির সঙ্গে লিখেছেন, 'যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাঁদের সবার সঙ্গে আড়ি।' নুসরতের বক্তব্য, 'মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমরা কখনই প্রশ্রয় দিই না। প্রত্যেকের সচেতন হওয়া উচিত। সেফ ড্রাইভ সেফ লাইফে বিশ্বাসী।'
প্রসঙ্গত, সান বাংলার জনপ্রিয় মেগা ভিডিও বৌমার সাফল্য সেলিব্রেট করতে পরিচালক সিদ্ধান্ত দাস, কলাকুশলী, চ্যানেলের কার্যনির্বাহী পরিচালকরা দক্ষিণ কলকাতার একটি মলে পার্টি করে আরিয়ান ভৌমিকের বাড়িতে যান। সেখানে শনিবার রাতে জলসা বসেছিল। রবিবার ভোরে মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরপুকুর এলাকায় ঢুকে পড়ে। গতির বলি হয় এক নিরীহ বৃদ্ধ। আহত হয়েছেন অনেকেই। পরিচালকের নিন্দনীয় কাজের প্রতিবাদ করেছেন টলিপাড়ার একাংশ। প্রত্যেকেই দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলা সিনেমার স্বর্ণযুগে কী ভাবে সাফল্য সেলিব্রেট হত? উত্তম জমানার গল্প বললেন সাবিত্রী
ইতিমধ্যেই ঠাকুরপুকুর দুর্ঘটনার জেরে কাজ হারিয়েছেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। ঋ-এর পরবর্তে এই ধারাবাহিকে যোগ দিয়েছেন অভিনেত্রী রিমঝিম। বদলে গিয়েছে মেগার পরিচালকও। দুর্ঘটনার সময় গাড়িতে স্যান্ডি ছিলেন না। তবুও এভাবে কাজ চলে গেল!! এই বিষয়টা মেনে নিতে পারছেন না তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটার প্রধান পেশা। অভিনয় নেশা। তাই বিনা নোটিশে কাজ চলে গেলেও রুজি-রুটির অন্য মাধ্যম আছে। এই ঘটনাটা যদি অন্য কারও সঙ্গে গটত তাহলে কী হত?
আরও পড়ুন: বৃষ্টিভেজা রাতে মাটির ভাড়ে চা-ধাবায় তড়কা রুটি খেয়েও আনন্দ উদযাপন করা যায়: শ্রীময়ী-কাঞ্চন