Ritabhari Chakraborty Engagement: প্রেমই সত্য-প্রেমই সুন্দর, বাগদান সারলেন ঋতাভরী

Ritabhari Chakraborty: এর আগে বহুবার নানান সম্পর্কে জড়িয়েছেন, কোন সম্পর্ক নিজের কারণেই ভেঙেছেন, আবার কোন সম্পর্ক আপনার থেকেই ভেঙে গেছে। অভিনেত্রীর জীবনে এর আগে তথাগত নামক একজন চিকিৎসক এসেছিলেন, যার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি।

Ritabhari Chakraborty: এর আগে বহুবার নানান সম্পর্কে জড়িয়েছেন, কোন সম্পর্ক নিজের কারণেই ভেঙেছেন, আবার কোন সম্পর্ক আপনার থেকেই ভেঙে গেছে। অভিনেত্রীর জীবনে এর আগে তথাগত নামক একজন চিকিৎসক এসেছিলেন, যার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengali actress ritabhari Chakraborty Engagement pictures viral tollywood

Ritabhari : কাছের মানুষকে দেওয়া কথা রাখলেন নায়িকা... Photograph: (Instagram)

Ritabhari Chakraborty Engagement: কথায় বলে, প্রেম যখন সত্যি হয়, তখন মাঝখানের কোন বাধাই কাজ করে না। যারা ভালোবাসায় থাকেন, দিনের শেষে সেই সম্পর্ক পূর্ণতা পেলেই যেন ভালবাসার মান থাকে। সে ভালোবাসা যেমনই হোক, যেভাবেই শুরু হোক, দুজন মানুষ যখন একে অপরকে কাছে টেনে নেয়, তখন যেন সবটাই পূর্ণতায় গিয়ে শেষ হয়। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী জীবনে যে আসল মানুষটাকে খুঁজে পেয়েছেন, তার প্রমাণ দিয়ে দিলেন তিনি।

Advertisment

এর আগে বহুবার নানান সম্পর্কে জড়িয়েছেন, কোন সম্পর্ক নিজের কারণেই ভেঙেছেন, আবার কোন সম্পর্ক আপনার থেকেই ভেঙে গেছে। অভিনেত্রীর জীবনে এর আগে তথাগত নামক একজন চিকিৎসক এসেছিলেন, যার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি। কিন্তু ডেসটিনি ভীষণ অদ্ভুত জিনিস। যার সঙ্গে লেখা আছে, এ কোন না কোনভাবে জীবনে এসে যাবেই। গতবছর তিনি, জানিয়েছিলেন তার জীবনে নতুন মানুষটি এসে গেছেন। তার হাত ধরেই জাওয়ান ছবির ডায়লগ পর্যন্ত লিখেছিলেন তিনি। সুমিত অরোরার সঙ্গে সম্পর্ক তার বহুদিনের। যে নতুন সম্পর্ক নিয়ে, কোন রাখঢাক করেননি অভিনেত্রী।

আরও পড়ুন  -  Pori Moni: গা রি রি করার মতো ঘটনা, রাগে ক্ষোভে ফাঁসির দাবি পরীমণির 

Advertisment

আজ সেই মানুষটাকে যে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন, সেই ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। সূর্যের আলোয় যেন একে অপরের মধ্যে মিশে গেলেন তাঁরা। অভিনেত্রীর একফালি হাসিতেই বোঝা যাচ্ছে, তার দিল এখন গার্ডেন গার্ডেন। দুজনের পরনেই সাদা রঙের পোশাক, একে অপরকে বাহুতে জড়িয়ে ছবিগুলি শেয়ার করেছেন তারা, তবে ভালোবাসার অপরিসীম ছোঁয়া, দূর থেকে স্পষ্ট। অভিনেত্রীর অনামিকায় ডায়মন্ড রিং যে হাজারো বাঙালি তরুণের মন ভেঙেছে, তাও বলা উচিত।

এই ছবি শেয়ার করে কী লিখলেন তিনি? লিখছেন, "সারা জীবন একে অপরকে অত্যাচার করার এবং বিরক্ত করার জন্য আমি হ্যাঁ বলে দিলাম। তাঁর সঙ্গে সঙ্গে সারাজীবন একে অপরকে ভালোবাসবো এই কথাটাও দিলাম। আমি এবং আমার মিস্টার রাইট - আংটি বদল করেছি।" এদিকে অভিনেত্রী তার বাগদানের খবর দিতেই, টলিপাড়ার কি বক্তব্য? তাঁর বন্ধু এবং বান্ধবীরা, আহ্লাদে আটখানা। তাঁরা সমাজ মাধ্যমেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সোহিনী সরকার থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, কেউ বাদ পড়েননি শুভেচ্ছা জানাতে।

আরও পড়ুন -  Celebs Died Early: কেউ নিজেই নিজের প্রাণ নিলেন, কেউ চলে গেলেন রোগে, এই তারকাদের পথ চলা থামল অল্প বয়সেই, কাঁদল গোটা দেশ... 

প্রসঙ্গে, পরিচালক মৈনাক ভৌমিকের বাৎসরিক ছবির শুটিং শেষ করেছেন তিনি। গৃহস্থের পর ফের একবার তাকে মৈনাক ভৌমিকের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। এই ছবিতেই বহুবছর পর ফিরবেন শতাব্দী রায়।

bollywood tollywood Ritabhari Chakraborty Tollywood Actress