/indian-express-bangla/media/media_files/2025/10/21/noname-2025-10-21-11-53-33.png)
মা হলেন অভিনেত্রী...
Roosha Chatterjee Actress: একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে শুরুটা হয়েছিল জনপ্রিয় কিছু সিরিয়াল দিয়ে। সহজেই নিজের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছিলেন তিনি। এমনকি লিড হিসেবে অভিনয় করেছেন বেশ কিছু সিরিয়ালে। অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় কিছু বছর আগেই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পাড়ি দেন বিদেশে। অভিনয়ের জীবনে ইতি টেনে সেখানে সংসার গড়ে তোলেন। তার বিয়ের বেশ কিছু ছবি ও ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে।
ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সম্পর্কে জড়ান, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তারপর বছর দিনেক আগে সবাইকে অবাক করে দিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেন। সে সময় তার স্বামীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেসব এখন অতীত, আলো এবং শক্তির উৎসবে, তার জীবনে যে অনন্য সদস্য পা রেখেছে, একথা তিনি নিজেই জানিয়েছেন। সদ্যই এক সন্তানের মা হয়েছেন তিনি। আলোর উৎসবে চারিদিক যখন ঝলমলে, তখন তার জীবনের সবথেকে আনন্দের খবরটা তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন রুশা।
Ahana Dutta-Kali Puja: 'শব্দটা কমুক এবার ', কালীপুজোয় মেয়ে মীরাকে নিয়ে সচেতনতার বার্তা অহনার..
/indian-express-bangla/media/post_attachments/6a533495-6e4.png)
Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার
অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, তার সদ্যোজাতকে কোলে নিয়ে। তার জীবনের আসল আলো যেন সেই- ই। তাঁর মেয়ে হয়েছে। কন্যা সন্তানকে কোলে নিয়েই, অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন, সকলকে শুভ দীপাবলীর শুভেচ্ছা, আমাদের অনুসার তরফ থেকে। প্রসঙ্গে, বছর দুয়েক আগেই তিনি হাবড়ার ছেলে অনুরণকে বিয়ে করেন। তারপর মার্কিন মুলুকে গিয়ে, সুখী গৃহকোণ সাজান তিনি। তার স্বামী একেবারেই টেলিভিশন ইন্ডাস্ট্রির বা চর্চিত মুখ নয়। কিন্তু অভিনেত্রী প্রায় ১১-১২ বছর, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে গিয়েছেন।
সে তালিকায় সাধক বামাক্ষ্যাপা থেকে, শ্রীময়ী কিংবা তোমার জন্য - ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us