Sohini Ganguly New Born Death: প্রসবের পরই সদ্যোজাতর মর্মান্তিক মৃত্যু, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোহিনীর কঠিন সময়ে পাশে বন্ধু শ্রুতি

Sohini Ganguly-Shruti Das: ইনফ্লুয়েন্সার হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তানের জন্ম দেওয়ার পরই শূন্য হয়ে গেল মায়ের কোল। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কাছের বন্ধু শ্রুতি দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে হৃদয়বিদারক মুহূর্তের কথা শেয়ার করলেন পর্দার রাঙা বউ।

Sohini Ganguly-Shruti Das: ইনফ্লুয়েন্সার হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত সোহিনী গঙ্গোপাধ্যায়। সন্তানের জন্ম দেওয়ার পরই শূন্য হয়ে গেল মায়ের কোল। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কাছের বন্ধু শ্রুতি দাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে হৃদয়বিদারক মুহূর্তের কথা শেয়ার করলেন পর্দার রাঙা বউ।

author-image
Kasturi Kundu
New Update
cats

সন্তানহারা সোহিনী!

Sohini Ganguly Baby Tragic Death: সোহিনী গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন সোহিনী। মেটারনিটি শুট থেকে সাধভক্ষণের স্মরণীয় মুহূর্তগুলো প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোহিনী। কিন্তু, সন্তানের জন্মের সময়ই সেই আনন্দ নিরানন্দে বদলে যাবে সেটা সত্যিই ভাবেননি। ছোট্ট সোনাকে কোলে নিয়ে মাতৃত্বের সাধ আস্বাদনের আগেই কোল শূন্য হয়ে গেল সোহিনীর। এই হৃদয়বিদারক খবরে সিলমোহর দিলেন কাছের বান্ধবী শ্রুতি দাস। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে খবরের সত্যতা যাচাইয়ের জন্য শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'হ্যাঁ, ঘটনাটা সত্যি। আমি এখন আউটডোরে তাই ওঁর কাছে যেতে পারিনি। তবে অনিদার সঙ্গে কাল অনেক রাত পর্যন্ত কথা হয়েছে। ডেলিভারির সময়ই দুর্ঘটনাটা ঘটেছে। সোহিনীরও রিস্ক ছিল, অনেকটা পরে আউট অফ ডেনজার হয়েছে। এর থেকে আর বেশি কিছু বলার মতো পরিস্থিতিতে আমি নেই। ওঁর সম্ভবত ছেলে হয়েছিল।'

Advertisment

আরও বলেন, 'শ্বাসনালীতে কর্ড জড়িয়েই ঘটনাটা ঘটেছে বলে আমি শুনেছি। এই পরিস্থিতিতে অনিদাকে জিজ্ঞেস করার মতো ক্ষমতা আমার হয়নি। ও আমার পরিবারের খুবই ঘনিষ্ঠ। এই ঘটনাটা মেনে নেওয়া যায় না। আর এই ক্ষতির তো কোনও ক্ষতিপূরণ নেই। ওকে যে ফোন করব সেই সাহস আমার নেই। তবে আমি ওঁর পাশে ছিলাম আর আগামীতেও থাকব।'  

আরও পড়ুন ছোট বা স্লিভলেস ড্রেস মানেই খারাপ চরিত্র নয় আর গ্ল্যামার মানেই শরীর প্রদর্শন না: সৌমি পাল

শ্রুতির সংযোজন, 'সোহিনীর স্টেবল হতে এখন অনেকটা সময় লাগবে। ওঁর জন্য একটাই প্রার্থনা করব, ভগবান ওকে শক্তি দিক। মানসিকভাবে সোহিনী যেমন ভেঙে পড়েছে ওঁর পরিবারও এই ঘটনায় একদম বিধ্বস্ত। আমি আশা করব, এই কঠিন সময় যেন ওঁরা প্রত্যেকে কাটিয়ে উঠতে পারে। 'মিত্তি মানি' বলে আমাকে ডাকবে এটাও ভাবা হয়েছিল। ও যেন আবার একটা জন্ম নিয়ে মায়ের কোলে ফিরে আসে। এর চেয়ে আর বেশি কিছু বলার নেই।' প্রসঙ্গত, সোহিনীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত বেবি বাম্পের ফটোশুটের ছবি-ভিডিও। প্রেগন্যান্সি চেটেপুটে উপভোগ করার নানা রঙিন মুহূর্তে শেয়ার করতেন সোহিনী। 

আরও পড়ুন বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে নয়, কোন ভাবনায় লক্ষ্মীছানার নামকরণ করলেন অহনা-দীপঙ্কর?

Bengali Actress death news