/indian-express-bangla/media/media_files/2025/07/23/tanushree-dutta-1-2025-07-23-12-45-24.jpg)
যার শিকার হচ্ছেন তিনি, তা ভয়ঙ্কর
'আশিক বানায়া আপনে' খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের প্রকাশ্যে অভিযোগ জানালেন, এইবার নিজের বাড়িতেই হয়রানির শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে এক আবেগপ্রবণ ভিডিও শেয়ার করে তনুশ্রী জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা ধরণের চাপ, অনুপ্রবেশ ও মানসিক হয়রানির মধ্য দিয়ে যাচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে নতুন একটি ভিডিওতে তনুশ্রীকে ভেঙে পড়তে দেখা যায়। তিনি বলেন, “আমি ঠিক নেই। আমার নিজের বাড়িতেই আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি আজ পুলিশকে ফোন করেছি। তারা বলেছে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে। হয়তো কাল বা পরশু যাব। আমি ভয়ানক অবস্থায় আছি।” তিনি জানান, গত পাঁচ বছর ধরে ক্রমাগত হয়রানির কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। “আমি কাজ করতে পারছি না। আমার পুরো বাড়ি এলোমেলো হয়ে গেছে। আমি গৃহপরিচারিকা রাখতে পারছি না, কারণ তাদের মধ্যেও ওরা ঢুকে পড়েছে,” - এমনটাই বলেন অভিনেত্রী।
একটি পুরনো সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেন, পরিচারিকার মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে অসুস্থ করার চেষ্টা করা হচ্ছিল। বলেন, "গৃহপরিচারিকা আসার পর থেকে আমি অসুস্থ হতে শুরু করি। সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করত না। এরপর আমি বাড়ির জল পান করা বন্ধ করি এবং বুঝতে পারি, এতে কিছু একটা সমস্যা আছে।" তনুশ্রী আরও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর বক্তব্য ছাদে আওয়াজ ও দরজায় ধাক্কাধাক্কির শব্দ শোনা যাচ্ছে। তাঁর কথায়, "২০২০ সাল থেকে প্রতিদিন আমি এমন আওয়াজ শুনছি, অদ্ভুত সময়ে। বিল্ডিং ম্যানেজমেন্টকে বহুবার জানিয়েছি, কিন্তু কোনও লাভ হয়নি। এখন আমি মন্ত্র জপ করি, কানে হেডফোন পরে থাকি।"
তিনি জানান, ক্রমাগত মানসিক চাপ ও উদ্বেগের কারণে তার "ক্রনিক সিন্ড্রোম" হয়েছে এবং তা আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করছে। ভিডিওর ক্যাপশনে তনুশ্রী লেখেন, “গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম, আর আজ এই অবস্থায় পড়তে হলো। এখন বুঝে নিন আমি কী ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছি। FIR-এ আরও অনেক কিছু উল্লেখ করব।”
Ozzy Osbourne Death: কিংবদন্তির জীবনাবসান, না ফেরার দেশে পাঁচ বারের…
উল্লেখ্য, ২০১৮ সালে তনুশ্রী দত্ত ভারতের মি টু আন্দোলন-এর অন্যতম মূল মুখ হয়ে ওঠেন, যখন তিনি বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ২০০৯ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির সেটে নানা তাঁকে অশালীন আচরণ করেছিলেন। যদিও তিনি ২০০৮ সালেই প্রথমবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন-এর কাছে অভিযোগ করেন, কিন্তু সেটি ফৌজদারি মামলা হওয়ায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
পরে ২০১৩ সালেও এই ইস্যু ওঠে, কিন্তু গুরুত্ব পায়নি। ২০১৮ সালে তা ফের আলোচনার কেন্দ্রে আসে এবং ভারতের মি টু আন্দোলন নতুন গতি পায়। নানা পাটেকরের পাশাপাশি, অভিনেত্রী বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও শারীরিক ও মানসিক অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। তার অভিযোগ, বলিউডে নারীদের প্রতি বিদ্বেষ ও ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয়, এবং তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বহুবার তা প্রকাশ্যে এনেছেন। শেষ ভিডিও বার্তায় তনুশ্রী স্পষ্ট করে বলেন, “আমি কষ্টে আছি। দয়া করে আমাকে সাহায্য করুন।”