Bengali Actress: 'অন স্ক্রিনে বনির সঙ্গে বহুবার বিয়ে হয়েছে', ইসকনের উল্টোরথে 'মালাবদল' করে প্রতিক্রিয়া কৌশানীর

Koushani Mukherjee and bonny sengupta: ইসকনের মন্দিরে উল্টোরথে ছেঁড়া জিন্স পরে ট্রোলড হয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এর মঝেই বনির সঙ্গে সেরে ফেললেন 'মালাবদল'।

Koushani Mukherjee and bonny sengupta: ইসকনের মন্দিরে উল্টোরথে ছেঁড়া জিন্স পরে ট্রোলড হয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এর মঝেই বনির সঙ্গে সেরে ফেললেন 'মালাবদল'।

author-image
Kasturi Kundu
New Update
cats

বনি-কৌশানীর মালাবাদল!

Koushani-bonny At ISKCON Kolkata Rath Yatra: বাংলা ইন্ডাস্ট্রির 'পাওয়ার কপল' বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। এই জুটির ভক্তদের মনে বহুদিনের প্রশ্ন তাঁরা কবে সাত পাকের বন্ধনে বাঁধা পড়বেন। অনুরাগীদের এই প্রশ্নের মুখোমুখি হয়ে বারবারই বনি-কৌশানী বলেন, বিয়ের দিনক্ষণ ঠিক হলে তা গোপন করবেন না। ঠিক যেভাবে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও লুকোচুরি কেলেননি ঠিক তেমনই বিয়ের সুখবরও সকলের সঙ্গে ভাগ করে নেবেন। ৫ জুন শনিবার উল্টোরথের দিন এসে গেল সেই শুভক্ষণ? কলকাতায় ইসকনের উল্টোরথেই মালাবদল সেরে ফেললেন বনি-কৌশানী! ঝড়ের গতিতে ভাইরাল সেই বিশেষ মুহূর্ত। 

Advertisment

বনির সঙ্গে রথের উপর কৌশানী, আর মুখে জয় জগন্নাথ স্লোগান। এরপরই একে অপরকে মালা পরিয়ে দেন প্রেমিকযুগল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে কৌশানীর সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনের ওপারে প্রথমেই অভিনেত্রী বলেন, 'আমি জানতাম সবাই কী ভাববে। এই নিয়ে আমাদের কাছে প্রশ্নও আসবে। আসলে ওটা জগন্নাথদেবের মালা। ওঁরা তো নিজে হাতে মালা পরিয়ে দেন না তাই বনিকে বলেছিলেন আমকে যেন মালাটা পরিয়ে দেয়। এরপর সকলের আবদরে আমিও বনিকে মালা পরাই।'

Advertisment

বিশেষদিনে আচমকা মালাবদল মনের মধ্যে বিশেষ কোনও অনুভূতি জাগায়? কৌশানী বলেন, 'অন স্ক্রিনে আমার বহুবার বিয়ে হয়েছে। বনির সঙ্গেও হয়েছে। তাই সম্পূর্ণ আলাদা অনুভূতি একেবারে ছাদনাতলায় গেলেই আসবে। তার আগে নয়।' প্রসঙ্গত, উল্টোরথের দিন পোশাক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ছেঁড়া জিন্স পড়ে রথের উপর দাঁড়িয়ে ভগবানের নাম উচ্চারণ মোটেই ভাল নজরে দেখছেন না নেটনাগরিকের একটা বড় অংশ। ছেঁড়া জিন্স পরে রথে চাপা নিয়ে কেন সবাই নির্বিকার সেই প্রশ্নও তুলেছেন নেটপাড়ার সদস্যরা। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি কৌশানী মুখোপাধ্যায়।

আরও পড়ুন কলকাতার ইসকনের উল্টোরথে বনি-কৌশানী, উৎসবের দিন বাংলার সংস্কৃতিতে আঘাতের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে!

কমেন্ট বক্সে নেটিজেনদের মধ্যে কেউ ক্ষোভ উগরে দিয় বলছেন, 'আমরাই আমাদের সংস্কৃতি, আত্মমর্যাদা নষ্ট করি। কিন্তু, কেউ প্রতিবাদ করে না। ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরে ফ্যাশনের নামে যা ইচ্ছে তাই করা হয়।' কেউ আবার আপশোস করে লিখেছেন, 'আজকের দিনে এথনিক পোশাক পরতে পারতেন।' বহুরূপীতে পকেটমার ঝিমলির পর পর সৃজিতের কিলবিল সোসাইটিতে পূর্ণা এবার রক্তবীজ ২-এ দেখা যাবে কৌশানীকে মুখোপাধ্যায়। অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশনে প্রথমবার কাজের সুযোগ পেয়েছেন বনি সেনগুপ্তও। সৌজন্যে ভানুপ্রিয়া ভূতের হোটেল। 

আরও পড়ুন মাথা মুড়িয়ে চেহারার ভোলবদল, বাঙালি অভিনেত্রীর লেটেস্ট লুক দেখলে তাজ্জব বনে যাবেন

bonny kapoor Bonny Sengupta Koushani Mukherjee