Bengali Director Health Update: ধুম জ্বর-শরীরে সংক্রমণ নিয়ে ভর্তি হন হাসপাতালে, কেমন আছেন বাঙালি পরিচালক ইন্দ্রদীপ?

Indraadip Dasgupta Health Condition: এই মুহূর্তে সিনেমাহলে রমরমিয়ে চলছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবি গৃহপ্রবেশ। তার মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। এখন কেমন আছেন?

Indraadip Dasgupta Health Condition: এই মুহূর্তে সিনেমাহলে রমরমিয়ে চলছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবি গৃহপ্রবেশ। তার মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। এখন কেমন আছেন?

author-image
Kasturi Kundu
New Update
cats

কেমন আছেন পরিচালক

Indraadip Dasgupta Health Update: ৩০ জুন সোমবার, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'গৃহপ্রবেশ'-এর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১০৩ জ্বর আর ইউরিন ইকফেকশন (মূত্রে সংক্রমণ) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনদিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন পরিচালক। বর্তমানে শারীরিক অবস্থা কেমন খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'বৃহস্পতিবার বাড়ি ফিরলাম। এখন সুস্থ আছি। তিন-চারদিন একটু বিশ্রামে থাকব।' গৃহপ্রবেশের সাফল্য একেবারে আকাশছোঁয়া। নন্দনে হল ভিজিটে শুভশ্রী-জীতুকে ঘিরে দর্শকের উল্লাস একেবারে চোখে পড়ার মতো। 

Advertisment

পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কবে টিমের সঙ্গে যোগ দিচ্ছেন? এই প্রশ্ন শুনে খানিক হেসে বলেন, 'আগে একটু সুস্থ হয়ে নিই। তবে শরীরকে বেশি রেস্ট দিলে শরীর তো পুরো রেস্টে চলে যাবে। খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরব।' ইন্দ্রদীপ দাশগুপ্ত, বাংলা সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত একটি নাম। সংগীত থেকে সিনেমা, পরিচালক হিসেবে বাঙালি দর্শকের হৃদয়ে নিজের একটা স্থায়ী আসন তৈরি করেছেন। ২৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই অসুস্থ ছিলেন। অবশেষে সোমবার হাসপাতালে ভর্তি হন। 

তখন নিজের অসুস্থতা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে পরিচালক বলেছিলেন, ''বৃহস্পতিবার থেকেই শরীরটা খারাপ। ১০৩ জ্বর। কিছুতেই কমছিল না। সেই সঙ্গে ইউরিন ইকফেকশন (মূত্রে সংক্রমণ)। আমার মাস্তুত দাদা পেশায় একজন চিকিৎসক। ওঁর পরামর্শেই আজ হাসপাতালে ভর্তি হলাম। স্যালাইন, ওষুধ চলবে। এখন দু-তিন দন হাসপাতালে ভর্তি থাকতে হবে। সব চিকিৎসা তো বাড়িতে সম্ভব নয়।' 

আরও পড়ুন গৃহপ্রবেশের সাফল্যের মাঝেই আচমকা অসুস্থ, হাসপাতালে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

Advertisment

গৃহপ্রবেশের সাফল্যের মাঝে অসুস্থ হয়ে পড়লেন! এই কথাটা শুনে বলেছিলেন, 'শরীর তো আর হিট, ব্লকবাস্টার এগুলো বোঝে না। চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরতে পারব।' ইন্দ্রদীপ দাশগুপ্তের স্বপ্নের প্রজেক্ট গৃহপ্রবেশ মুক্তির দ্বিতীয় সপ্তাহেই এক কোটির মাইলস্টোন ছুঁয়েছে। বাংলা ছবির সাফল্যে উচ্ছ্বসিত পরিচ৪ালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, 'ছবি যদি ভাল হয় তাহলে দর্শক নিশ্চয়ই হলে এসে দেখবে। সিনেমা পছন্দ-অপছন্দ সবটুকু নির্ভর করে দর্শকের উপর। তাই এই জয়টাও মানুষেরই জয়। আমি যখন ৩৩ বছর ধরে গান বানিয়েছি তখন যে গানগুলো মানুষের কাছে পৌঁছেছে সেগুলো তাঁদের ভাল লেগেছে বলেই গ্রহণ করেছে। কনটেন্ট বানানোটাই গুরুত্বপূর্ণ। সময় ভাল থাকলে বাজে ব্যাটেও রান আসবে আর সময় খারাপ হলে দামী ব্যাটও রান আসবে না।'

আরও পড়ুন সময় ভাল থাকলে বাজে ব্যাটেও রান আসবে আর খারাপ হলে দামী ব্যাটেও রান আসবে না: ইন্দ্রদীপ

Grihapravesh Indraadip Dasgupta