Bengali Actress: অপহরণ করে মোটা টাকা আদায়ের অভিযোগ, বাঙালি অভিনেত্রী পূজার বিরুদ্ধে বিস্ফোরক দেব-পরমব্রতর ছবির প্রযোজক

Puja Banerjee Case: প্রযোজক শ্যামসুন্দর দে-কে জোর করে অপহরণ করে মারধর, মোটা টাকা আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ঘটনার বিস্তারিত জানালেন দেব-পরমব্রত ছবির প্রযোজক।

Puja Banerjee Case: প্রযোজক শ্যামসুন্দর দে-কে জোর করে অপহরণ করে মারধর, মোটা টাকা আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ঘটনার বিস্তারিত জানালেন দেব-পরমব্রত ছবির প্রযোজক।

author-image
Kasturi Kundu
New Update
পূজার বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক

পূজার বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক

Puja Banerjee-Shyam Sundar Dey: বেশ কিছু বাংলা ছবিতে কাজ করলেও বিয়ের পর ঠিকানা বদলেছে। মাত্র চারদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কুনাল বর্মার (স্বামী) সঙ্গে একটি ভিডিওবার্তায় জানান পারিবারিক এক বন্ধু তাঁদের সব সঞ্চয় হাতিয়ে নিঃস্ব করে দিয়েছেন। তাঁদের দৈনন্দিন জীবন চালানো কষ্টকর হয়ে পড়েছে। এই ঘটনার জেরে লাইমলাইটে ছিলেন পূজা। দম্পতির অভিযোগের কয়েকদিন পরই তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট ব্যোমকেশ ও দুর্গরহস্য, সোনার পাহাড় খ্যাত প্রযোজক শ্যাম সুন্দর দে। সোশ্যাল মিডিয়ায় প্রযোজকের স্ত্রী মালবিকা দে একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেন। সেখানে শুধু অভিযোগই নয়, সঙ্গে রয়েছে যথাযথ প্রমাণও। যা দেখে নেটনাগরিকদের চক্ষু চড়কগাছ। 

Advertisment

পূজা ও কুনালের দ্বারা সংঘটিত এক ভয়ংকর অভিজ্ঞতার কথা রয়েছে। মালবিকা জানাচ্ছেন, তাঁর স্বামী প্রযোজক শ্যাম সুন্দর দে যিনি ৬০টির বেশি ছবির প্রযোজক ও নির্মাতা তাঁকে পূজা বন্দ্যোপাধ্যায় ও কুনাল বর্মা অপহরণ করে অর্থ আদায়ের চেষ্টা করে। পূজা-কুনালকে সঙ্গ দিয়েছেন তাঁদের সহযোগী পীযুষ কোঠারী। শুধু অপহরণ করে আটকেই রাখেননি, সঙ্গে চতলেছে বেধরক মারধরও। ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন প্রযোজক একটি ভাড়া করা গাড়িতে ছিলেন। সেই সময় আচমকা পূজা আর কুনাল তাঁর গাড়ি আটকে নিজেদের গাড়িতে তুলে নেন। ৬৪,০০,০০০ টাকা দাবি করে বলেন যদি এই পরিমান অর্থ না দেন তাহলে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন। সেই মুহূর্তে ২৩ লাখের বেশি দেওয়া সম্ভব হয়নি। 

শ্যাম সুন্দর দে-র স্ত্রী মালবিকা দে-র পোস্ট অনুযায়ী, এই ঘটনার ভয়ংকর দিকটা ছিল প্রযোজকের ফোন কেড়ে নেওয়া, তাঁর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড নিয়ে নেওয়ার মতো বিষয়গুলো। তাঁকে দিয়ে বেশ কয়েকটি ভিডিও রেকর্ডও করান পূজা-কুনাল। সেখানে শ্যাম সুন্দর দে-কে বলতে বাধ্য করা হয়েছে তিনি স্বেচ্ছায় আম্বার ভিলা রিসর্টে রয়েছেন। উত্তর গোয়া এসপি-র নেতৃত্বে গোয়া পুলিশের হস্তক্ষেপে তাঁর স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেলেব দম্পতি, পীযূষের বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ করেছেন মালবিকা। স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি, পুরো পরিবার এই ঘটনার ফলে গভীর মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও দাবি করেছেন। পোস্টের শেষে লিখেছেন, 'আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।'

Advertisment

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে প্রযোজক শ্যাম সুন্দর দে-র সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কী জানান? তিনি বলেন,  'আমরা আসলে এই বিষয়টাকে উত্থাপন করতেই চাইনি। আমরা সবসময় আইনের প্রতি ভরসা রেখেছি। সঠিক পথে আইনি পদ্ধতিতে লড়াই করেছি। ওঁরা যেটা করেছে সেটা সিরিয়াস ক্রাইম। সোশ্যাল মিডিয়ায় এসে সকলকে জানানোটা আমাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু, যখন দেখলাম তাঁরাই আবার সোশ্যাল মিডিয়ায় বলছেন প্রতারিত হওয়ার কথা তখন মনে হল আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সত্যতা সকলের জানা উচিত। ওঁরা যা বলছেন সেটা তো শুধু মুখের কথা আমরা সমস্ত প্রমাণ দিয়ে কথা বলেছি। পুলিশ য খুব সহজে FIR দায়ের করে এমনটা নয়। পুলিশ আমাকে ৪ তারিখ উদ্ধার করল আর ওঁরা সম্ভবত ৯-১০ তারিখে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছেন। আমাকে আটকে রাখার পর যখন পুলিশ উদ্ধার করল তারপর এই কথাগুলো বলার নেপথ্যে কী কারণ সেটা সকলেই বুঝবে।' 

আরও পড়ুন পিতৃদিবসে রাজপুত্রের প্রথম ঝলক, ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক-অভিনেতা পরমব্রত?

সম্পর্কে কোনও তিক্ততা বা ব্যবসায়িক মনোমালিন্য ছিল? প্রযোজকের উত্তর, 'পূজা আর কুনালের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভাল ছিল। প্রফেশনাল রিলেশনও খুব ভাল ছিল। কোনও সমস্যাই ছিল না। তবুও কেন ওঁরা আমার সঙ্গে এটা করল বুঝতে পারছি না। যদি কোনও ক্ষোভ বা অস্বস্তি থাকত তাহলে তো ওঁরা আইনি পথে এগতে পারত। আমাদের প্রতিদিন হোয়াটঅ্যাপে কথা হত, এত সুন্দর একটা সম্পর্ক ছিল দুজনের সঙ্গে আচমকা কী হল জানি না। পাওনা টাকা আদায়ের জন্য কেউ অপহরণ করবে, টাকার পরিমান দ্বিগুণ বাড়িয়ে দেবে, ফোন কেড়ে নেবে, হুমকি দেবে, মারবে এমনটা হয়! এটা কোন আইনের নিয়ম? যদিও আমার থেকে কোনও টাকা ওঁরা পেত না।'

ঘটনার জল এতদূর গড়িয়েছে। পূজা বা কুনাল কেউ যোগাযোগ করার চেষ্টা করেনি? প্রযোজক বলেন, 'পুলিশ যেদিন আমাকে উদ্ধার করেছে সেদিন পূজার ফোন এসেছিল। পুলিশ বলেছিল ফোনটা ধরতে। রিসিভ করার সঙ্গে সঙ্গেই বলল তুমি কপস (পুলিশ) ডেকেছ? আমি বললাম আমি কাউকে ডাকিনি। তখন বলল, তাহলে এবার আমি আমার মতো এগোই? তখন একটাই কথা বললাম বিগত কয়েকদিন তো তুমি তোমার মতোই এগোচ্ছ।'

আরও পড়ুন 'বাবিও বিশ্বাস করেন কোনও এক জন্মে আমি হয়ত ওঁরই সন্তান ছিলাম', পিতৃদিবসে আবেগপ্রবণ প্রভাত কন্যা একতা

Bengali Cinema Bengali News