Elvish Yadav: এলভিশের বাড়ির বাইরে ২৫-৩০ রাউন্ড গুলিবর্ষণ, সলমন-কপিল শর্মার পর কেন 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার?

Elvish Yadav House Attack: শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় কেউ আহত হয়নি।

Elvish Yadav House Attack: শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় কেউ আহত হয়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Gunshots Fired Outside Elvish Yadav: মুম্বইয়ে সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি, কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলার পর এবার 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদব। শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় কেউ আহত হয়নি। সেক্টর ৫৬-এ ইউটিউবার এলভিশের বাড়ির একতলায় গুলিবর্ষণের ঘটনা বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এলভিশ থাকেন দোতলায়। ঘটনাচক্রে এলভিশ শনিবার সেই সময় বাড়িতে ছিলেন না। ব্যক্তিগত কাজে হরিয়ানার বাইরে ছিলেন ইউটিউবার এলভিশ যাদব। বাড়িতে ছিলেন এলভিশের বাবা ও কেয়ারটেকার। 

Advertisment

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে তিনজন দুষ্কৃতী এসে হামলা চালায়। ১২ রাউন্ড গুলি চালায়। গুলি ছোড়ে দু'জন আরেকজন বাইকে অপেক্ষা করছিল। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার উদ্দেশ্য ও পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যেই পুলিশ ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। 

আরও পড়ুন ললিপপ খাওয়া ছেলেটি আজ জনপ্রিয় ইউটিউবার-অভিনেতা, দেখুন তো চিনতে পারেন কিনা

Advertisment

হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত হিমাংশু ভাউ গ্যাং। সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিযোগ, এলভিশ জুয়ার প্রচার করেন। পোস্টে হুমকি দেওয়া হয়েছে—'যারা জুয়া প্রচার করবে, তাঁরা যেন এইরকম ঘটনার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে'। এলভিশের বাবা রামঅवतর যাদব জানিয়েছেন, তিনি কোনও হুমকি ফোন পাননি এবং ছেলে জুয়া প্রচারের সঙ্গে যুক্ত কিনা তা তিনি জানেন না। তার কথায়, 'আমি ঘুমাচ্ছিলাম। প্রায় ২৫-৩০ রাউন্ড গুলি চালানো হয়েছে। তিনজনকে সিসিটিভিতে দেখা গিয়েছে। তাদের মধ্যে দু'জনকে গেটের কাছে দেখা গিয়েছে।'

আরও পড়ুন 'সরি রণবীর ভাইয়া আমি আলিয়াকে বিয়ে...', কাপুর খানদানের 'লক্ষ্মী'-কে কার পছন্দ?

উল্লেখযোগ্যভাবে, বিগত কয়েক সপ্তাহে সেলিব্রিটিদের লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটছে। গত মাসে, গায়ক-র‍্যাপার রাহুল ফাজিলপুরিয়ার গাড়ির কাছে সেক্টর ৭১-এর সাউদার্ন পেরিফেরাল রোডে গুলি চালানোর ঘটনা ঘটে। তিনি তখন এসইউভির পাশে দাঁড়িয়েছিলেন এবং সৌভাগ্যবশত বরাত জোরে রক্ষা পান। পরে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে সোনিপতের এক যুবককে গ্রেফতার করে। রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রোহিত শৌকিনকে প্রকাশ্যে খুন করা হয়। যার দায় স্বীকার করেছে হিমাংশু ভাউ গ্যাং।

Elvish Yadav