Bullet Sarojini Studio Fire Incident: গত জুন মাসে পপুলার হিন্দি ধারাবাহিক অনুপমার সেটে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। দিনটা ছিল ২৩ জুন, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটায় মুম্বইয়ের গুরগাঁওতে অনুপমার সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও দেখে শিউরে উঠেছিল নেটপাড়া। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। একমাস পরই সেই একই ঘটনার আঁচ টলিপাড়াতও। পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার ম্যাকনেল স্টুডিও-তে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছে স্টুডিও।
সূত্রের খবর শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এই স্টুডিওতেই শুটিং হয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'বুলেট সরোজিনী'-র। অগ্নিকাণ্ডের জেরে এই ধারাবাহিকের সেটে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের মতো কোনও মারাত্মক ঘটনা ঘটেছে? সেই খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল এই ধারাবাহিকের অভিনেত্রী মল্লিকা রায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
আরও পড়ুন রাগিনী চ্যাটার্জি হিসাবে আর দেখা যাবে না শ্রীময়ীকে, জামাইষষ্ঠীর আগেই বিরাট সিদ্ধান্ত অভিনেত্রীর! কিন্তু কেন?
তিনি জানান, 'আমাদের বুলেট সরোজিনীর সেট কোনওভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। খুব শীঘ্রই ধারাবাহিক শেষ হয়ে যাবে। তাই এখন ব্যাঙ্কিংয়ের কাজ চলছে। আজ আমাদের শুটিং বন্ধই ছিল। এই স্টুডিওতে তো অনেকগুলো ফ্লোর আছে। যেখানে দুই শালিক, মালাবদলের শুটিং হয়েচিল সেটা পুড়ে গিয়েছে। আগামীকাল আবার শুটিং হওয়ার কথা আছে।'
আরও পড়ুন দাদা-বোনের গল্পে প্রেমের পরশ, শুরু হচ্ছে নতুন মেগা 'দাদামণি', কোথায় কখন দেখবেন?
প্রসঙ্গত, ধারাবাহিক শুরুর মাসখানেকের মধ্যেই হয়েছে বিরাট বদল। কৃষভির জন্মের পর বুলেট সরোজিনীর রাগিনী চ্যাটার্জি হিসেবে কামব্যাক করেছিলেন কাঞ্চন ঘরনি শ্রীময়ী চট্টোরাজ। কিন্তু, অল্পদিনের মধ্যেই চরিত্র থেকে সরে আসেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
আরও পড়ুন 'আনন্দী'-তে 'সুপার টুইস্ট', দেড় বছর পর গ্র্যান্ড কামব্যাক 'ওগো নিরুপমা' খ্যাত অর্কজার
শ্রীময়ী জানিয়েছিলেন, 'আমার মনে হচ্ছে রাগিনী চ্যাটার্জি চরিত্রটার জন্য আমি ফিট নই। মাত্র ২৭ বছর বয়সে চারজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মায়ের চরিত্রটা করে আমি যেন নিজেই সন্তুষ্ট হতে পারছিলাম না। অনেকদিন ধরেই মনে হচ্ছিল। শুরুতেই জানানোটা ঠিক। এরপর না হলে দেরি হয়ে যেত। সকলের সমস্যা তৈরি হত। আমার সঙ্গে চ্যানেলের কোনও মনোমালিন্য বা মতোবিরোধ হয়নি। আমার বিষয়টা ওঁরা বুঝেছে। হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে। অল্প সময়ে সকলের সঙ্গে ভাল বন্ডিং হয়ে গিয়েছিল। আমারও মনটা খারাপ।'