Jeetu-Kinjal: ২২ বছরের দিতিপ্রিয়া রায়ের একটি পোস্ট ঘিরে তোলপাড়, কাঠগড়ায় অভিনেতা জীতু কামাল। দিতিপ্রিয়ার অভিযোগ, জীতু নাকি তাঁর সঙ্গে নোংরা মশকরা করেন, রাতে আপত্তিকর মেসেজ করেছেন। অভিনেত্রীর অভিযোগের পাল্টা আক্রমণ জীতু কমলের। নিজেকে নির্দোষ ও বাবা-মায়ের সম্মানের স্বার্থে সাফাই দিতে গিয়ে দিতিপ্রিয়ার সঙ্গে নিজের চ্যাট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। চিরদিনই তুমি যে আমার সেটে জীতু-দিতিপ্রিয়ার অর্ন্তকলহ এখন বিনোদনের হট কেক। এর মাঝেই আগুনে ঘৃণাহুতির কাজটি করেছেন অভিরূপ সেন নামের এক ব্যক্তি।
/indian-express-bangla/media/post_attachments/e63c185e-aac.jpg)
আরজি কর আন্দোলনের সময় অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দকে ফোনে গালিগালাজ করেছিলেন জীতু। সেটা অবশ্য অভিনেতা নিজেই দিতিপ্রিয়ার কমেন্ট বক্সে জানিয়েছন। সেই পোস্টটি রিশেয়ার করতেই ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালেই দ্বিতীয়বার বাবা হয়েছেন কিঞ্জল। পরিবারে এখন খুশির আমেজ। এর মাঝেই ভাইরাল হওয়া এই পোস্ট নিয়ে মুখ খুললেন কিঞ্জল। তিনি সাফ জানিয়েছেন, এটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত। নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে নিয়েছেন। সেটা নিয়ে কোনওরকম চর্চা হোক একদমই চান না অভিনেতা।
আরও পড়ুন দেবীপক্ষের প্রাক্কালেই লক্ষ্মীর আগমন, দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল
কিঞ্জল তাঁর পোস্টে লিখেছেন, 'জীতুর সঙ্গে যা হয়েছে সেটা আমার আর জীতুর ব্যাক্তিগত। আমারও খারাপ লেগেছিল ওঁর-ও কিছু খারাপ লাগা ছিল। কিন্তু, সবকিছুর বাইরে গিয়ে এইটুকু বলব ও অভিনেতা হিসেবে যথেষ্ট ভাল মানুষ হিসেবেও। আমার আর ওঁর বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি। সবটা মিটে যাক। সিরিয়ালটি সবাই মিলে দেখুন। ভালবাসা রইল সবাইকে।'
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম, কে হল বেঙ্গল টপার?
লক্ষ্মীবারে কিঞ্জল পত্নী নম্রতার কোল আলো করে এল লক্ষ্মীছানা। দ্বিতীয়বার পিতৃসুখ উপভোগের আনন্দ উদযাপন করছেন অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল। সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা। ভালোবাসা-শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। কমেন্ট বক্সে ছোট্ট সোনাকে আদরে ভরিয়ে দিয়েছেন বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেটনাগরিকরা। সুখবর পোস্ট করে কিঞ্জল লিখেছেন, 'আমাদের ঘরে এল দ্বিতীয় সন্তান। এই বিশ্বের কাছে আমি ঋণী। আমার পরিবার, ভগবানকে ধন্যবাদ। সর্বোপরি নম্রতা ভট্টাচার্য তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অফুরন্ত ভালবাসা।'
আরও পড়ুন বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রাহুল-দেবাদৃতা! আচমকা কী ঘটে গেল প্রেমিকযুগলের জীবনে?