Ankita Mallick-Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরী তো স্বপ্নের চরিত্র, প্রথম ছবিতে এমন সুযোগ বিরাট প্রাপ্তি: অঙ্কিতা মল্লিক

Mahua Roy Choudhury Biopic: বাংলা সিনেমার 'নক্ষত্র' মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে খুশি জাহির করলেন জ্যাস সান্যাল।

Mahua Roy Choudhury Biopic: বাংলা সিনেমার 'নক্ষত্র' মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে খুশি জাহির করলেন জ্যাস সান্যাল।

author-image
Kasturi Kundu
New Update
cats

আমার কাছে পুজোর অন্যতম সেরা উপহার: অঙ্কিতা

Ankita Mallick As Mahua Roy Choudhury: বলিউড থেকে টলিউড, বায়োপিকের দৌড়ে এবার এগিয়ে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। রহস্যে মোড়া তাঁর জীবন কাহিনি নিয়ে গল্প বুনেছেন পরিচালক সোহিনী ভৌমিক। সৌজন্যে 'গুনগুন করে মহুয়া'। সাফল্য যখন মধ্যগগনে তখনই থমকে যায় মহুয়ার কেরিয়ার। সত্যিই আগুনে পুড়ে মারা যান নাকি খুন হয়েছিলেন মহুয়া রায়চৌধুরী? দীর্ঘ ৪০ বছর পরও তাঁর মৃত্যুর রহস্য উন্মোচনের অপেক্ষায় আমবাঙালি। পরিচালক সোহিনীও মহুয়া রায়চৌধুরীর জীবনের অজানা গল্পের প্রেক্ষাপটে আগামী বছর শুরু করবেন সিনেমার শুটিং। গত বুধবার ছিল প্রয়াত অভিনেত্রী ৬৭ তম জন্মদিন। আর সেই দিনই সামনে এল আরও এক তথ্য। বাংলা সিনেমার 'নক্ষত্র' মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। 

Advertisment

'জগদ্ধাত্রী'-তে জ্যাস সান্যাল বা দুর্গার চরিত্রে বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অঙ্কিতা। প্রতি এপিসোডে তাঁর প্রতিভার বিচ্ছুরণে মুগ্ধ বাঙালি। ঘড়ির কাঁটার সময় ধরে বাঙালির ড্রইং রুমে পৌঁছে যাওয়া মেয়েটির জীবনে শুরু হচ্ছে নতুন জার্নি। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা। এবার সেই তালিকার নয়া সংযোজন অঙ্কিতা মল্লিক। মহুয়া রায়চৌধুরীর মতো লিজেন্ডারি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ অঙ্কিতার কাছে পুজোর অন্যতম সেরা উপহার। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এমনটাই বললেন পর্দার 'জগদ্ধাত্রী'। একইসঙ্গে পরিচালক সোহিনী ভৌমিক ও প্রযোজক রাণা সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। বড় পর্দায় প্রথম কাজের সুযোগটাই মহুয়া রায়চৌধুরীর মতো একটি আইকনিক চরিত্র। এই প্রসঙ্গে অঙ্কিতা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'পর্দায় মহুয়া রায়চৌধুরীকে উপস্থাপন করার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন, অনেক কিছু শিখতে হবে। সেগুলো এখনও শুরু হয়নি। তবে আমি নিয়মিত ওঁর ছবি দেখছি।' 

Advertisment

আরও পড়ুন 'কল্কি' তো এমন একজন হবে যে সমস্ত অন্যায়ের বিনাশ করবে: মনামী ঘোষ

জ্যাস সান্যাল বা মা-মেয়ের দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জ গ্রহণের পর মহুয়া রায়চৌধুরীর চরিত্র নিয়ে কতটা চিন্তিত? তিনি বলেন, 'জ্যাস সান্যালের অ্যাকশনটা আমার কাছে যেমন চ্যালেঞ্জিং ছিল তেমনই কঠিন ছিল মা-মেয়ের চরিত্র দুটিকে আলাদা করা। আর এই ছবিটা তো আরও বড় চ্যালেঞ্জ। মহুয়া রায়চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব যাকে আপামর বাঙালি ভালবাসে। তাঁর ছবি প্রতিটি দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়াটা বিরাট চ্যালেঞ্জ। নিজের সেরার সেরাটুকু দিয়ে চেষ্টা করব।' 

অঙ্কিতার সংযোজন, 'মহুয়া রায়চৌধুরীর সব সিনেমা আমি দেখার চেষ্টা করছি। আমি শুনেছি উনি ভীষণ ভাল একজন নৃত্যশিল্পী ছিলেন। সব মিলিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত সিনেমা দেখছি আরও বেশি ভাল লাগছে। আমি তো ওনাকে দেখার সুযোগ পাইনি কিন্তু, এখন যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ওঁর সম্পর্কে আরও অনেক বেশি জানার আগ্রহ জন্মাচ্ছে। আমরা তো সকলেই কম বেশি কিছু না কিছু জানি বা শুনেছি। সেগুলো সত্যি না মিথ্যা, সেই সময়ে কী ঘটেছিল সেগুলো সম্পর্কে আরও জানতে ইচ্ছে করছে।'

মহুয়া রায়চৌধুরীর চরিত্রে চূড়ান্ত হওয়ার পর ঠিক প্রতিক্রিয়া হয়েছিল পর্দার জ্যাস সান্যালের? ফোনের ওপারে মিষ্টি হেসে অঙ্কিতার জবাব, 'এটা তো স্বপ্নের চরিত্র। প্রথম ছবিতে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া বিরাট প্রাপ্তি। আর সেই জন্য আমি রাণা দার কাছে কৃতজ্ঞ। ভগবানের কাছে প্রার্থনা করছি সব যেন খুব ভালভাবে সামলে উঠতে পারি।' সিরিয়ালে কাজের মাঝেই সিনেমায় সুযোগ পেয়ে ভাগ্যবদল। ভবিষ্যৎ নিয়ে নতুন কোনও ভাবনা? অঙ্কিতা বলেন, 'আগামী দিনে কী হবে সেটা তো আমি জানি না। আমি সব মাধ্যমে কাজ করতে চাই। সিরিয়াল, সিরিজ, সিনেমা যে কোনও ভাল কাজের অংশ হতে চাই।' 

আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'

Mahua Roy Choudhury Ankita Mallick