Bengali Actress Accident: 'সিটি স্ক্যানের রিপোর্ট না আসলে...', জন্মাষ্টমীর আগে মারাত্মক দুর্ঘটনা! কেমন আছেন 'ফুলকি' দিব্যাণী?

জন্মাষ্টমীর আগে মুর্শিদাবাদে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। নৈহাটিতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ছোট পর্দার ফুলকি খ্যাত দিব্যাণী। কেমন আছেন অভিনেত্রী?

জন্মাষ্টমীর আগে মুর্শিদাবাদে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। নৈহাটিতে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ছোট পর্দার ফুলকি খ্যাত দিব্যাণী। কেমন আছেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
cats

দুর্ঘটনার কবলে দিব্যাণী

Phulki Car Accident: দিব্যাণী মন্ডল, 'ফুলকি' নামেই তিনি সকলের কাছে পরিচিত। অভিনয় প্রতিভায় আপামর বাংলা মেগার দর্শকের দিল জিতে নিয়েছেন দিব্যাণী। তাঁর জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে অবশ্য ব্যক্তিগত জীবনের হাসি-আনন্দের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগও করে নেন। ফুলকি কিন্তু, একজন অভিনেত্রীর পাশাপাশি কৃষ্ণভক্তও বটে। তাই জন্মাষ্টমীর আগে মুর্শিদাবাদে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। গাড়ি সংস্থা থেকে একটি গাড়ি বুক করেছিলেন দিব্যাণী। কয়েকজন বন্ধুকে নিয়েই বাড়ির পুজোয় যাচ্ছিলেন। নৈহাটিতেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। মাথায় বেশ ভালই আঘাত পেয়েছেন। চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। বন্ধুদের মধ্যে দু'জনের চোট বেশ গুরুতর। তাঁরা নৈহাটি থেকেই ফের কলকাতায় ফিরে এসেছেন। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দিব্যাণী জানান, 'আমরা ভোরবেলা গাড়িতে উঠেছিলাম। শুটিং করে ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বাকি বন্ধুরাও ঘুমাচ্ছিল। শুধু একজনই জেগে ছিল। গাড়িচালক কাকুকে কিন্তু আমরা বলেছিলাম, একটানা গাড়ি চালাবেন না। মাঝ রাস্তায় একটু চা খাব সবাই। নাহলে ঘুম পেতে পারে। উনি আশ্বস্ত করেছিলেন, ঘুম পাবে না। আমাদের ভালভাবে পৌঁছে দেবেন। কিন্তু, উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সামনে একটা মিনি ট্রাকের সঙ্গে জোরে ধাক্কা মারেন। আমরা কিছুই টের পাইনি। যখন ঘটনাটা ঘটল আমরা সকলেই ঘুমের মধ্যে।'

আরও পড়ুন যাদবপুরেই প্রথম পরমদাকে দেখেছিলাম আর দেখেছি চন্দ্রবিন্দুর কনসার্ট, কলেজ জীবনের বিরাট প্রাপ্তি: দিব্যণী মন্ডল

Advertisment

অভিনেত্রীর সংযোজন, 'আমাদের জীবনে অ্যাঞ্জলের মতো এসেছেন এক চিকিৎসক আঙ্কেল। আমাদের পিছনের গাড়িতেই ছিলেন। সঙ্গে ওঁর স্ত্রীও ছিলেন। আমাদের যত্নসহকারে আগলে রেখেছিলেন। মা-বাবা খবর পেয়ে আমাকে কৃষ্ণনগর থেকে নিয়ে গিয়েছে। এক বন্ধুর পায়ে খুব লেগেছে। আর মাথার পিছনে লেগেছে, কেটেও গিয়েছে। ডক্টের আঙ্কেল সিটি স্ক্যান করিয়েছেন। আদ রিপোর্টটা পেলে বুঝতে পারব। ঘাড় থেকে মাথা পর্যন্ত প্রচণ্ড ব্যথা। কাল বাড়ি এসে ওষুধ খেয়ে বিশ্রাম নিয়েছি। কৃষ্ণ ঠাকুরের কাছে আসছিলাম বলেই হয়ত বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম।'

আরও পড়ুন 'আমি এই সরকারের বিপক্ষে...', শাসকদলের বিরুদ্ধে কথা বললে কেরিয়ারের 'অঙ্ক' কঠিন হওয়ার ভয় নেই সৌরভের?

দিব্যাণী আরও বলেন, 'গাড়ির অবস্থা দেখলে বোঝা যাবে কতটা বড় মাপের দুর্ঘটনার হাত থেকে আমরা প্রাণে বেঁচেছি। চালকের পাশের সিটে যে ছিল ওঁর কিছু হয়নি। অল্পের উপর দিয়েই বিষয়টা ঘটেছে। কলকাতা গিয়ে ওি ডক্টর আঙ্কেল-ঐন্টির সঙ্গে দেখা করব।' শরীর অসুস্থ থাকলেও জন্মাষ্টমীতে উপোস করেছেন। প্রতিবারের মতো এবারেও বাড়িতে বিশাল আয়োজন। তাই পুজো কখনই মিস করা যাবে না। আগামীকালই আবার কলকাতা ফিরে শুটিংয়ে যোগ দেবেন দিব্যাণী।

accident Divyani Mondal