Saurav Palodhi: 'আমি এই সরকারের বিপক্ষে...', শাসকদলের বিরুদ্ধে কথা বললে কেরিয়ারের 'অঙ্ক' কঠিন হওয়ার ভয় নেই সৌরভের?

Saurav Palodhi Social Media Post: শাসকদলের বিরুদ্ধে কথা বলতে কোনওরকম কুণ্ঠাবোধ করেন না সৌরভ পালোধী। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেটেস্ট পোস্টে আরও একবার মিলল সেই নজির। এই ধরনের পোস্টে কেন অকুতোভয় 'অঙ্ক কি কঠিন' খ্যাত পরিচালকের?

Saurav Palodhi Social Media Post: শাসকদলের বিরুদ্ধে কথা বলতে কোনওরকম কুণ্ঠাবোধ করেন না সৌরভ পালোধী। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেটেস্ট পোস্টে আরও একবার মিলল সেই নজির। এই ধরনের পোস্টে কেন অকুতোভয় 'অঙ্ক কি কঠিন' খ্যাত পরিচালকের?

author-image
Kasturi Kundu
New Update
cats

সরকারের বিরোধীতা

Saurav Palodhi Reaction On Post: সিনেমার পরিচালক থেকে রঙ্গমঞ্চে অভিনয়, পারদর্শীতার সঙ্গে দুইদিক সামলাতে একেবারে সিদ্ধহস্ত। সৌরভ পালোধী পরিচালিত শেষ ছবি 'অঙ্ক কি কঠিন'। পাইরেসি নিয়ে সাময়িক সমস্যা তৈরি হলেও  বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছিল সৌরভের এই ছবি। যে কোনও বিষয়ে মত পোষণের ক্ষেত্রেও স্বাধীনচেতা মনোভাব সৌরভের। রাজনৈতিক বিষয়ে নিজের মতামত জানাতে বিন্দুমাত্র সংকোচবোধ করেন না। এমনকী শাসকদলের বিরুদ্ধেও কথা বলতে কোনওরকম কুণ্ঠাবোধ করেন না সৌরভ পালোধী। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেটেস্ট পোস্টে আরও একবার মিলল সেই নজির। 

Advertisment

গত ৯ অগাস্ট ছিল আরজি কর কাণ্ডের বর্ষপূর্তি। ১৪ অগাস্ট একাধিক এলাকা থেকে রাত দখলের ডাকও দেওয়া হয়। সেই হাড়হিম করা অভয়া কাণ্ড থেকে তামান্না, আনিস, সুদীপ্ত, মইদুল প্রত্যেকের জন্য লড়াইয়ের পক্ষে। শুধু বিপক্ষে এই রাজ্যেক চালিকা শক্তি অর্থাৎ রাজ্য সরকারের।

আরও পড়ুন 'কখনও বউ বলে মনে হয়নি', বিবাহবার্ষিকীতে মানালির 'মন কি বাত'

Advertisment

অকপটে প্রকাশ্যে সৌরভ পালোধী তাঁর পোস্টে লিখেছেন, 'আমি অভয়ার জন্য লড়াইয়ের পক্ষে। আমি তামান্নার জন্য লড়াইয়ের পক্ষে। আমি মইদুলের জন্য লড়াইয়ের পক্ষে। আমি আনিসের জন্য লড়াইয়ের পক্ষে। আমি সুদীপ্তের জন্য লড়াইয়ের পক্ষে। কিন্তু যেটা সবচেয়ে চিৎকার করে বলতে হবে সেটা হল, আমি এই সরকারের বিপক্ষে।'

ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে এই ধরনের পোস্টে বুক কাঁপে না? সরকারের বিপক্ষে কথা বললে কেরিয়ার নষ্টের ভয় নেই? সৌরভের স্পষ্ট জবাব, 'আমার কেন ভয় করবে? স্বাধীন নাগরিক হিসেবে যে কোনও বিষয়ে মত প্রকাশ করা আমার অধিকার। এর জন্য যদি কোনও সমস্যায় পড়তে হয় তাহলে সেটা মোকাবিলা করব। কিন্তু, ভয় পেয়ে নিজের কোনও মত প্রকাশ করব না, এমনটা কখনই নয়। আমি শুধু বিচার চাওয়ার পক্ষে সুর চড়াতে রাজি নই। আমার কাছে গুরুত্বপূর্ণ কাদের থেকে বিচার চাইছি। রাস্তায় নেমে রাতদখলে আমি বিশ্বাসী, কিন্তু ভোটবাক্সে যাঁদের পক্ষে ভোট পড়ছে তাঁরা সেই বিচার পাওয়াতে কতটা সক্ষম সেটা দেখা প্রয়োজন।'

আরও পড়ুন সত্যি কথা যদি সরকারের বিপক্ষেও হয় আমার কোনও আপত্তি নেই: সৌরভ পালোধী

Bengali News CM Mamata banerjee