/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/lead-74.jpg)
বাঁদিকে 'সৌদামিনী' ও ডানদিকে 'বকুলকথা' জুটি। ছবি জি বাংলা-র ফেসবুক পেজ থেকে
Bengali Television, Soudaminir Songshar, TRP: 'সৌদামিনীর সংসার' যে প্রথম থেকেই দর্শক টানতে সক্ষম হবে, সেটা ধারাবাহিকের প্রোমো নিয়ে দর্শকের উৎসাহ দেখেই বোঝা গিয়েছিল। ফলাফল ঠিক কী হতে পারে, সেটা তো আর আগে থেকে বলা সম্ভব ছিল না। কিন্তু প্রথমেই 'সৌদামিনীর সংসার' বুঝিয়ে দিল, বাংলা টেলিভিশনে আর একটি সুপারহিট ধারাবাহিক এসে গিয়েছে। প্রথম সপ্তাহেই ১৫+ আরবান টিআরপি তালিকার সেরা দশে স্থান করে নিল এই ধারাবাহিক। তবে এই সপ্তাহের টিআরপি রিপোর্টে অত্য়ন্ত উল্লেখযোগ্য় 'বকুলকথা'-র রেটিংও। প্রায় এক বছর পরে সেরা তিনে ফিরে এল 'বকুলকথা', যে ধারাবাহিকটি এক সময়ে টিআরপি শীর্ষে থেকেছে।
'সৌদামিনীর সংসার'-এর মতোই 'বকুলকথা'-ও শুরু থেকেই ছিল টপার। বেশ কিছু সপ্তাহ টিআরপি সেরাও থেকেছে এই ধারাবাহিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়তে হয়েছে এবং সেটাই স্বাভাবিক। টিআরপি তালিকায় ওঠানামা থাকবে, নতুন ধারাবাহিক এসে পুরনো ধারাবাহিকের স্থান দখল করবে, এমনটাই হয়ে এসেছে এবং হবে। কিন্তু 'বকুলকথা' বা 'কে আপন কে পর'-এর মতো ধারাবাহিকের কৃতিত্ব এখানেই যে শীর্ষস্থান থেকে সরে গিয়েও, বার বার পিছিয়ে পড়েও, আবারও এগিয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাবাকে স্মরণ করে জন্মদিনে গাড়ি কিনলেন গৌরব
এই সপ্তাহের সেরা দশ তালিকার প্রথম স্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (১০.৩), যা কিনা এখনও অপ্রতিরোধ্য় এবং রেটিংয়ের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে অবস্থিত 'ত্রিনয়নী' (৮.৫) ধারাবাহিকের থেকে। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে 'জয় বাবা লোকনাথ' ও 'বকুলকথা' ৭.৮ রেটিং নিয়ে। এই সপ্তাহে 'নকশিকাঁথা' রয়েছে চতুর্থ স্থানে ৭.৫ রেটিং নিয়ে ও পঞ্চম স্থানে নেমে গিয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৭.৩)।
এই সপ্তাহের সেরা দশে রয়েছে স্টার জলসা-র তিনটি ধারাবাহিক। একটু একটু করে আবারও সেরা দশে আধিপত্য় ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে স্টার জলসা। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--
ষষ্ঠ-- 'ফাগুন বউ' ও 'সৌদামিনীর সংসার (৬.০)
সপ্তম-- 'নেতাজি' (৫.৯)
অষ্টম-- 'রানু পেল লটারি' (৫.৮)
নবম-- 'কে আপন কে পর' ও 'দেবী চৌধুরাণী' (৪.৯)
দশম-- 'জয়ী' (৪.৬)
আরও পড়ুন: টেলিপর্দায় সৌদামিনী হয়ে ফিরল সুস্মিলি
এই সপ্তাহে বেড়েছে স্টার জলসা ও জি বাংলা-র জিআরপি। স্টার জলসা-র জিআরপি দাঁড়িয়েছে ৪১৬ ও জি বাংলা-র জিআরপি বেড়ে হয়েছে ৬৯৩। স্টার জলসা-র ধারাবাহিকগুলির সামগ্রিক ভিউয়ারশিপও বেড়েছে। 'কলের বউ' ও 'বিজয়িনী', দুটি ধারাবাহিকের রেটিং বাড়তে পারে বলে যে অনুমান করা হয়েছিল গত সপ্তাহের টিআরপি রিপোর্টে, তা কিন্তু সত্য়িই ঘটেছে। তাছাড়া নতুন ধারাবাহিক 'শ্রীময়ী' স্থান করে নিয়েছে জলসা-র সেরা পাঁচে। নীচে রইল স্টার জলসা-র এই সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক ও তার রেটিং--
প্রথম-- 'ফাগুন বউ' (৬.০)
দ্বিতীয়-- 'কে আপন কে পর' ও 'দেবী চৌধুরাণী' (৪.৯)
তৃতীয়-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.৩)
চতুর্থ-- 'কলের বউ' ও 'বিজয়িনী' (৪.১)
পঞ্চম-- 'শ্রীময়ী' (৩.৫)