New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/31/cats-2025-07-31-13-32-14.jpg)
টিআরপি-তে বৃহস্পতি তুঙ্গে কোন মেগার
Bengali Serial TRP Rating: টিআরপি তালিকার সেরা ৫-এ অটুট রাণী ভবানী। প্রথম পাঁচের লড়াইয়ে জোড়া সাফল্য পেল কোন মেগা? কতটা জমল স্বতন্ত্র-কমলিনীর চিরসখা?দেখে নিন এক ক্লিকে।
টিআরপি-তে বৃহস্পতি তুঙ্গে কোন মেগার
TRP Rating Of Bengali Serial: আরও এক বৃহস্পতিবার মানে বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। নম্বরের ভিত্তিতে বিচার হবে কোন ধারাবাহিক কতটা এগিয়ে গেল বা পিছিয়ে পরল। প্রতি লক্ষ্মীবারেই বিচার হয় কোন মেগাক বৃহস্পতি তুঙ্গে। টিআরপি তালিকা নিয়ে দর্শকের মাথাব্যথা না থাকলেও কলাকুশলীদের কাছে এই রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। মেগার দর্শক তো শুধু বোঝে ড্রইং রুমে তাঁদের কোন ধারাবাহিক বিনোদন জোগাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রথম পাঁচে জায়গা না পেয়েও চর্চায় জীতু কমল ও দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার। এক নজরে দেখে নেওয়া যাক ২৮ জুলাই, জুলাই মাসের শেষ সপ্তাহে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের স্থান কোথায়?
আরও পড়ুন 'রাণী ভবানি'-র জয়জয়কার, টিআরপি-তে জোড়া সাফল্য কোন মেগার? দেখুন তালিকা
ধারাবাহিকতা বজায় রেখে চলতি সপ্তাহেও প্রথম স্থানাধিকারী পরশুরাম। ৭.২ পয়েন্ট সহযোগে ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে এই সপ্তাহে জোড়া সাফল্য। একইসঙ্গে দ্বিতীয় স্থান দখল করেছে দুটি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ও পরিণীতা। এই দুই মেগার ঝুলিতে এসেছে ৬.৯ পয়েন্ট। এবার জেনে নেওয়া যাক তৃতীয় স্থানে রয়েছে কোন ধারাবাহিক?
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল! সম্প্রচারের পরই 'রাণী ভবানী'-র জয়, বেঙ্গল টপার কে?
উল্লেখ্য, তৃতীয়েও জোড়া সাফল্য। রিপোর্ট কার্ডের বিচারে জুলাই মাসের শেষ সপ্তাহে তৃতীয় স্থানাধিকারী দুই মেগা, জগদ্ধাত্রী ও রাণী ভবানী। দর্শকের উত্তেজনা উসকে পুরনো ছন্দে ফিরেছে জ্যাস সান্যাল। অন্যদিকে সম্প্রচারের পরই দর্শকের মনে দাগ কেটেছে 'রাণী ভবানী' রাজনন্দিনী। চলতি সপ্তাহে ৬.৮ পয়েন্ট নিয়ে তৃতীয়ে জোড়া সাফল্য জগদ্ধাত্রী ও রাণী ভবানী।
আরও পড়ুন প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?
এই মুহূর্তে স্বতন্ত্র-কমলিনীর বৃষ্টিভেজা প্রেম একেবারে জমে ক্ষীর। কলেজ জীবনের অসমাপ্ত প্রেম এবার পরিণতি পাওয়ার অপেক্ষা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। আর পঞ্চমে রয়েছে রাঙামতি তিরন্দাজ। চলতি সপ্তাহে এই মেগার ঝুলিতে এল ৬.৩ পয়েন্ট। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় কিছু না কিছু রদবদল হচ্ছেই। একে অপককে টেক্কা দেওয়ার লড়াই জারি। শুধু নিজের স্থানে অটুট পরশুরাম। লাগাতার বেঙ্গল টপার এই ধারাবাহিক।
আরও পড়ুন বৃহস্পতি তুঙ্গে 'পরশুরাম আজকের নায়ক'-র , TRP তালিকায় সেরা ৫-র লড়াইয়ে এগিয়ে কে?