Bengali Serial TRP: 'রাণী ভবানি'-র জয়জয়কার, টিআরপি-তে জোড়া সাফল্য কোন মেগার? দেখুন তালিকা

Bengali Serial TRP List: সম্প্রচারের পরই টিআরপি তালিকার সেরা ৫-এ রাণী ভবানী। চলতি সপ্তাহে প্রথম পাঁচের লড়াইয়ে জোড়া সাফল্য পেল কোন মেগা? দেখে নিন এক ক্লিকে।

Bengali Serial TRP List: সম্প্রচারের পরই টিআরপি তালিকার সেরা ৫-এ রাণী ভবানী। চলতি সপ্তাহে প্রথম পাঁচের লড়াইয়ে জোড়া সাফল্য পেল কোন মেগা? দেখে নিন এক ক্লিকে।

author-image
Kasturi Kundu
New Update
cats

টিআরপি তালিকা

Bengali Serial TRP This Week: আরও এক বৃহস্পতিবার মানে বাংলা ধারাবাহিকের সাফল্য বিচারের দিন। লক্ষ্মীবারে হাতে আসে রিপোর্ট কার্ড। টেলি ধারাবাহিকগুলির কার অবস্থান কোথায় বৃহস্পতিতে হয় তারই বিচার। দর্শকের অবশ্য এই টিআরপি তালিকা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই। মেগার দর্শক শুধু বোঝে তাঁদের পছন্দের সিরিয়াল। প্রথম পাঁচে জায়গা পায় না জীতু কমল ও দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার। কিন্তু, ড্রইং রুমে অসম প্রেম নিয়ে চর্চা চলছে দিনরাত। এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে টিআরপি তালিকায় কোন ধারাবাহিকের স্থান কোথায়?

Advertisment

Advertisment

আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল! সম্প্রচারের পরই 'রাণী ভবানী'-র জয়, বেঙ্গল টপার কে?

নতুন ধারাবাহিক রাণী ভবানি মুক্তির পরই টিআরপি-তে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। গত সপ্তাহের পর এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল 'চিরসখা'। একটানা পঞ্চমে থাকার পর তৃতীয় স্থানে চিরসখার 'জাম্প' নিঃসন্দেহে প্রশংসনীয়। টিআরপি তালিকার টপ ফাইভ থেকে ছিটকে যাওয়া দুই ধারাবাহিক রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা গত সপ্তাহেই ফের প্রথম পাঁচে উঠে এসেছে।

আরও পড়ুন প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?

চলতি সপ্তাহেও সেই ধারাবাহিকতা বজায় রাখল এই দুই মেগা। টিআরপি তলিকায় রদবদল হলেও বেঙ্গল টপার হিসেবে লাগাতার নিজের জায়গায় অটুট পরশুরাম। চলতি সপ্তাহেও ৭.৪ পয়েন্ট সহযোগে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। প্রথম তিনের শেষে অর্থাৎ তৃতীয়ে জোড়া সাফল্য।

আরও পড়ুন ফের বেঙ্গল টপার পরশুরাম, দোসর রাঙামতি তিরন্দাজ, জগদ্ধাত্রী-ফুলকি-পরিণীতার লড়াইয়ে এগিয়ে কে?

৬.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানাধিকারী জগদ্ধাত্রী ও চিরসখা। এবার দেখে নেওয়া যাক টিআরপি তালিকার টপ ফাইভে শেষ পাঁচে জায়গা পেল কোন দুই মেগা। সম্প্রচারের পরই দর্শকের মনে জায়গা করে নিয়েছে রাণী ভবানি। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। অন্যদকে তৃতীয়ের মতো পঞ্চমেও জোড়া সাফল্য। সেই তালিকায় রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা। দুই ধারাবাহিকেরই প্রাপ্য নম্বর, ৬.৪।

আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, ধরাশায়ী জগদ্ধাত্রী-রাঙামতি! বেঙ্গল টপার কে?

Bengali serial TRP বিনোদনের খবর