Advertisment
Presenting Partner
Desktop GIF

তৃতীয় 'রাণী', দ্বিতীয় 'লোকনাথ'! এই সপ্তাহের সেরা দশ তালিকা

Bengali Television, TRP, Bengali Serial: এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ স্থানে 'কৃষ্ণকলি' এবং সেরা পাঁচে আবারও ফিরল দর্শকের ফেভারিট 'তিন'।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali Serials Rani Rashmoni and Loknath at top 3 of 15+ Urban TRP list

ছবি সৌজন্য: জি বাংলা

Bengali Television, TRP, Rani Rashmoni: মাস কয়েক আগে তিনটি ধারাবাহিক প্রায় পাকাপাকি স্থান করে নিয়েছিল টিআরপি তালিকার সেরা তিনে। ১৫+ আরবান টিআরপি তালিকার সর্বোচ্চ তিন অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলে ছিল তিনটি ধারাবাহিকের-- 'কৃষ্ণকলি', 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'জয় বাবা লোকনাথ'। বলা বাহুল্য, 'কৃষ্ণকলি'-ই ছিল প্রথম স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানটি দখলে রাখতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল বাকি দুটি ধারাবাহিকের মধ্যে।

Advertisment

কিন্তু সেই সমীকরণ বদলে দিয়েছিল 'ত্রিনয়নী'-র সাফল্য। একদিকে সেরা তিনে জায়গা করে নেয় এই ধারাবাহিক ও অন্যদিকে ক্রমশই পিছিয়ে পড়ে 'রাসমণি' এমনকী সেরা পাঁচের বাইরেও চলে যায়। এই সপ্তাহের টিআরপি ফলাফল বলছে, সেই সাময়িক শ্লথতা কাটিয়ে আবারও সেরা তিনে ফিরে এসেছে রাসমণি (৭.৫) ও লোকনাথ (৭.৬)। প্রথমটি তৃতীয় স্থানে ও পরেরটি দ্বিতীয় স্থানে। আর প্রথম স্থানে 'কৃষ্ণকলি' রয়েছে ১০.২ রেটিং নিয়ে।

আরও পড়ুন: ‘বটল ক্যাপ চ্যালেঞ্জ’ নিলেন বাংলার অভিনেতারা

গত সপ্তাহ থেকেই একটু পিছিয়ে পড়েছে 'ত্রিনয়ন'এই সপ্তাহে ধারাবাহিকটি রয়েছে চতুর্থ স্থানে, 'বকুলকথা' (৭.৩)-র সঙ্গে যুগ্মভাবে। পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৬.৭)। এই সপ্তাহের সেরা দশে আবারও এসেছে জি বাংলা-র নতুন কমেডি সিরিজ 'সৌদামিনীর সংসার' (৫.০)। স্টার জলসা-র তিনটি ধারাবাহিক অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও রয়েছে সেরা দশে। নীচে রইল সম্পূর্ণ তালিকা--

ষষ্ঠ-- 'নেতাজি' ও 'কে আপন কে পর' (৫.৯)
সপ্তম-- 'রানু পেল লটারি' (৫.৩)
অষ্টম-- 'দেবী চৌধুরাণী' (৫.২)
নবম-- 'ফাগুন বউ' (৫.১)
দশম-- 'সৌদামিনীর সংসার' (৫.০)

আরও পড়ুন: টেলিপর্দায় এল রাতের নতুন ক্রাইম সিরিজ

এই সপ্তাহে স্টার জলসা-র জিআরপি ৪৪২ ও জি বাংলা-র জিআরপি ৬৭৯। স্টার জলসা যে আবারও ঘুরে দাঁড়াচ্ছে তা জিআরপি রেটিং দেখেই আন্দাজ করা সম্ভব। বছরশেষের আগেই দুই চ্যানেলের মধ্যে জিআরপি-র ব্যবধান ১০০-র কাছাকাছি দাঁড়াতে পারে। এই সপ্তাহের রেটিং অনুযায়ী, শুধুমাত্রা স্টার জলসা-র সেরা পাঁচে রয়েছে এই ধারাবাহিকগুলি--

প্রথম-- 'কে আপন কে পর'-- ৫.৯
দ্বিতীয়-- 'দেবী চৌধুরাণী'-- ৫.২
তৃতীয়-- 'ফাগুন বউ'-- ৫.১
চতুর্থ-- 'কলের বউ'-- ৪.৮
পঞ্চম-- 'মহাপীঠ তারাপীঠ'-- ৪.৬

শেষের দুই ধারাবাহিকের অগ্রগতি লক্ষ্যণীয়। আগামী দিনে টিআরপি সেরা দশে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই সম্ভাবনা রয়েছে 'বিজয়িনী'-র। আবার 'সৌদামিনীর সংসার'-এর টিআরপিও আরও বাড়বে ও সেরা দশে অনেক সপ্তাহ থাকবে বলেই ধারণা।

Bengali Serial Bengali Television TRP
Advertisment