Advertisment

Dev and Jeet On Mithun Chakraborty: 'তোমার চেয়ে যোগ্য আর কেউ না...', মিঠুনের ঝুলিতে দাদাসাহেব ফালকে, বাংলার দুই সুপারস্টার কী বলছেন?

Mithun Chakraborty getting Dadasaheb phalke: মিঠুনের সঙ্গে কাজ করেছেন দেব এবং জিৎ দুজনেই। বর্ষীয়ান অভিনেতাকে সহ অভিনেতা হিসেবে পেয়ে কী বলছেন তারা? একজন তো তাঁকে চুমুতে ভরিয়ে দিলেন, আর অন্যজন...

author-image
Anurupa Chakraborty
New Update
jeet dev

Mithun-Dev and Jeet: মিঠুনের উদ্দেশ্যে কী বললেন দেব-জিৎ

Mithun Chakraborty Getting Dadashaheb Phalke: মিঠুন পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। আজ সকাল থেকেই উন্মাদনা তাঁর ভক্ত মহলে। দীর্ঘ এতবছর ধরে কেরিয়ার, নানা ভাষায় নানা ছবি করেছেন তিনি। পেয়েছেন অজস্র পুরস্কার। তাঁর মধ্যে পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কার রয়েছে।

Advertisment

আর আজ যখন প্রায় ১৩ বছর পর তিনি সিনেমার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন তখন তাঁর সহকর্মীরা তাঁকে নিয়ে কিছু বলবেন না এও হয়? অভিনেতা জিৎ এবং দেব তাঁর সঙ্গে সঙ্গে রুদ্রনীল প্রশংসায় ভরালেন তাঁকে। জিতের সঙ্গে সূর্য ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আর দেবের সঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন  -   Mithun Chakraborty Reaction On Dadasaheb phalke Award: 'কলকাতার ফুটপাত থেকে লড়াই করে এসেছি...', দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন, গলা ধরে এল 'মহাগুরুর'

মিঠুনের ছেলের চরিত্র পেয়েছিলেন দেব। তাই তো, অনস্ক্রিন বাবাকে দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে দেখেই তিনি বলছেন... "শুভেচ্ছা মিঠুন দা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিলনা। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।" অন্যদিকে টলিপাড়ার আরেক তারকা জিৎ তিনিও মিঠুনকে যখন সহ অভিনেতা হিসেবে পেয়েছিলেন, সেই দিনের কথা বর্ণনা করলেন। তিনি বলছেন...

Congratulations মিঠুন দা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিলনা। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।

Posted by Dev on Monday, September 30, 2024

"মিঠুন দা, তোমার যাত্রা, তোমার গল্প, তোমার কাজ সবটাই খুব অনুপ্রেরণামূলক। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য তোমায় শুভকামনা। তুমি, পুরুষ সহ অভিনেতা হিসেবে সবথেকে শ্রেষ্ঠ, আমি দাবির সঙ্গে বলতে পারি এটা। অনেক ভালবাসা তোমায়।" মিঠুনকে আরও একজন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন  -  Mithun Chakraborty: ৩টে জাতীয় পুরস্কার এবং পদ্মভূষণ পেলেও মিঠুনের কেরিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি 

মিঠুনকে জড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতে লিখছেন,  "দাদাসাহেব ফালকে পুরষ্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী, অভিনয় জীবনে তাঁর অসামান্য অবদানের জন্য। দাদার সুস্থ শরীর কামনা করি, আগামীতে আরো ভাল ভাল  কাজ দেখে শেখার অপেক্ষায় রইলাম সবাই।"

You, your journey & your achievements are inspiring. Congratulations on the DadaSaheb Phalke award. You have been the best male colleague I have ever worked with Mithun da love you 🫶

Posted by JEET on Sunday, September 29, 2024

উল্লেখ্য, আজ সকালে মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণা হতেই অভিনেতা বললেন, "আমি সত্যি বলছি, আমার কোনও ভাষা নেই। আমি হাসতে পারছি না, এমনকি খুশিতে কাঁদতেও পারছি না। এতবড় জিনিসটা আমার সঙ্গে কী করে হয়ে গেল। যেখান থেকে আমি এসেছি, কলকাতা থেকে, এক অজানা গলি থেকে। রাস্তায় ফুটপাতে লড়াই করে এসেছি। সেই মানুষটাকে এতবড় সম্মান দিচ্ছেন, আমি ভাবতেও পারছি না।"

এর আগে ২০১১ সালে এই পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাছাড়া, কানন দেবী, পঙ্কজ মল্লিক, ধীরেন্দ্র নাথ গাঙ্গুলি, মান্না দে, তপন সিনহা, সত্যজিৎ রায় এমনকি মৃণাল সেনের কাছে রয়েছে এই পুরস্কার।

tollywood Dev jeet mithun chakraborty tollywood news dadasaheb phalke award 2024
Advertisment