দিনমান ঝিরঝিরে বৃষ্টি, ঠাণ্ডা হাওয়া, শীতের তাপমাত্রা পাঁচের নীচে, তুষারপাত নেই, এই যা রক্ষে। উৎসাহী দর্শক, দুইপাশে অপেক্ষমান, বার্লিনালের প্রবেশমুখে। অভিনেতা-অভিনেত্রী দেখে চিৎকার, তুমুল করতালি, অনেকেই অটোগ্রাফের জন্য খাতা, কাগজ এগিয়ে দিচ্ছে। একজন তরুণী, বয়স হয়তো বা কুড়ি-বাইশ হবে, পিঠের কাপড় আলগা করে জুরিপ্রধান জেরেমি আয়রনসকে অনুরোধ করলেন, হাতে নয়, পিঠেই স্বাক্ষর করুন। জেরেমি বললেন, "বুকেও আপত্তি নেই!"
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, শুরু হলো ৭০ বার্লিনাল, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১ মার্চ পর্যন্ত। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোশাকি নাম 'বার্লিনাল'। তবে বয়স ৭০ হলেও উৎসবের মেজাজ বুড়ো বা বয়স্ক নয়। 'সত্তুরে বুড়োর' ভীমরতিও হয় নি, বরং তারুণ্যে ঝলমলে। গোটা বার্লিন জুড়ে উৎসবের আমেজ, শহরের সব অঞ্চলে বার্লিনালের হরেক পোস্টার, প্ল্যাকার্ড, পতাকা।
আরও পড়ুন, Shobdo Jobdo Review: ভূত অথবা ভ্রমের গল্প নিয়ে ভাল থ্রিলার
সত্তর বছর উপলক্ষ্যে বার্লিনালের খোলনলচেও পাল্টানো হয়েছে। গত ৬৯ বছর ধরে বার্লিনালের একজন 'উৎসবকর্তা' তথা পরিচালক থাকতেন। কিন্তু এবার থেকে দুজন পরিচালক, একজন নারী, একজন পুরুষ। নারীপুরুষের সমান অধিকার। সাতজন জুরি সদস্যের তিনজন নারী। জুরিপ্রধান বহুখ্যাত ব্রিটিশ অভিনেতা জেরেমি আয়রনস।
২০ ফেব্রুয়ারি থেকে মূল উৎসব শুরু হলেও, ১৯ তারিখ সন্ধ্যায় ইউরোপীয় ফিল্ম বাজারে ভারতীয় স্টলের উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। নিশ্চয় তিনি ভারতের স্টল উদ্বোধন করতে বার্লিনে আসেন নি, এসেছিলেন সরকারি সফরে, অন্য কাজে। সেই সুযোগ হাতছাড়া করে নি ভারত সরকারের চলচ্চিত্র দপ্তর, মূলত প্রচার ও বিজ্ঞাপন দপ্তর। জয়শঙ্কর চলচ্চিত্র বোদ্ধা নন, চলচ্চিত্র জগতের সাথে আদৌ যুক্ত নন, তো মামুলি কথা বললেন ভারতের স্টলের উদ্বোধনে। ভারতীয় ছবির বিক্রি-প্রচার-বাণিজ্য ইত্যাদি নিয়ে কথা, তাও সংক্ষিপ্ত।
আরও পড়ুন, পর্দায় মা আনন্দ শীলা এবার প্রিয়াঙ্কা চোপড়া
বহুবছর পর বার্লিনালে উৎসবে ভারতের চারটি ছবি প্রদর্শিত হবে, চারটি বিভাগে। ছবিগুলি হলো পুষ্পেন্দ্র সিংয়ের 'লায়লা আউর সত গীত', প্রতীক বৎসের 'ইব আল্লে উ!', অক্ষয় ইন্দিকারের 'স্থলপূরণ', এবং একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র, একতা মিত্তলের 'গুমনাম দিন'।
মূল প্রতিযোগিতায় নেই, আছে 'এনকাউন্টার' বিভাগে। এই বিভাগ এবারই যুক্ত হলো। এটি 'কম্পিটিশন' বিভাগের বিকল্প। শ্রেষ্ঠ ছবি পুরস্কৃত হবে। আছে ফোরাম, প্যানোরামা, জেনারেশন (শিশুকিশোর বিভাগ) এবং তথ্যচিত্র বিভাগও। তিনশোর বেশি ছবি অংশ নিচ্ছে উৎসবে, বিভিন্ন বিভাগে। বাংলাদেশের একটি ছবিও আছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন