/indian-express-bangla/media/media_files/2025/10/07/cats-2025-10-07-11-39-26.jpg)
মা হচ্ছেন ভারতী
Bharti Singh Pregnant: বিনোদুনিয়ায় খুশির মরশুম। নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় গ্ল্যাম ডিভা ক্যাটরিনা কইফ। এবার সেই তালিকার নয়া সংযোজন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। ৪১ বছর বয়সে ক্যাটরিনা যখন প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করলেন তখন ৪২ বছরে দ্বিতীয়বার মা হতে চলেছেন ভারতী। লেখক-প্রযোজক হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বেবি বাম্পের ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম যৌথভাবে সুখবর ভাগ করে নিয়েছেন সেলেব দম্পতি। পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে ভারতী ও হর্ষ। স্বামীর বাহুলগ্না হবু মা আর ভারতীর বেবি বাম্প আগলে হর্ষ। আদুরে মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমরা আরও একবার গর্ভবতী'।
গোলার জন্য খুব শীঘ্রই খেলার সঙ্গে আসছে সে কথা বলার আর অবকাশই রাখছে না। তবে কবে সন্তান ভূমিষ্ঠ হবে সেই বিষয়ে এখনও কিছু জানাননি উড বি পেরেন্টস। দ্বিতীয় প্রেগন্যান্সির খবর ঘোষণা করতেই শুভেচ্ছায় ভাসছেন হর্ষ-ভারতী। অনিতা হাসানান্দানি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'অভিনন্দন'। পরিণীতি চোপড়া লেখেন, 'কংগ্র্যাচুলেশনস মাই গার্ল!' উল্লেখ্য, খুব শীঘ্রই দুই থেকে তিন হবেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি (Orry,) টেলি অভিনেত্রী দিশা পরমার, পার্থ সমথান এবং দৃষ্টি ধামিও হর্ষ-ভারতীকে নতুন অধ্যায় শুরুর আগে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন বিচ্ছেদের বছর ঘুরতেই ফের কাছাকাছি ভরত-এষা? রবিবাসরীয় পারিবারিক সময় কাটানোর ছবি ভাইরাল
প্রসঙ্গত, ২০২২-এ প্রথম সন্তান গোলাকে এই দুনিয়ায় স্বাগত জানান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া। প্রায়ই ভারতীর ব্লগ ও সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায় ছোট্ট সোনাকে। সম্প্রতি তাঁদের ছেলের তৃতীয় জন্মদিন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সঙ্গে উদযাপন করেছেন দম্পতি। এখন অপেক্ষা কবে পরিবারে খুদের পদধূলি পড়বে। উল্লেখ্য, প্রথম প্রেগন্যান্সির সময় জনপ্রিয় কমেডি শো খতরা খতরা খতরা-এ কাজ করছিলেন। টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, চিকিৎসক তাঁকে সতর্ক করেছিলেন অতিরিক্ত কাজের চাপে তিনি হয়তো নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব করে ফেলবেন।
মজার ছলে কমেডিয়ান ভারতী বলেন, তিনি তাঁর সন্তানকে আরও কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি সঠিক সময়ই ছেলেকে জন্ম দেন। সেই সাক্ষাৎকারে হাসতে হাসতে ভারতীর সংযোজন, 'যে ছেলে এখন আমার কথা শোনে না, সে তখন শুনেছিল'। ভারতী ও হর্ষের প্রেমকাহিনির সূত্রপাত ২০০৯ সালে। কমেডি সার্কাস অনুষ্ঠানের সেটেই পরস্পরের কাছাকাছি আসেন। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং ২০১৭ সালে তাঁরা গোপনে বাগদান সারেন। সেই বছরই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আরও পড়ুন 'নরেন্দ্র মোদি-ই হতে পারেন শো-স্টপার', প্রধানমন্ত্রীকে নিয়ে বিরাট স্বীকারোক্তি কঙ্গনার