Kangana Ranaut-Narendra Modi: 'নরেন্দ্র মোদি-ই হতে পারেন শো-স্টপার', প্রধানমন্ত্রীকে নিয়ে বিরাট স্বীকারোক্তি কঙ্গনার

Kangana Ranaut: সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, রাজনীতির জগৎ থেকে কে র‍্যাম্পে হাঁটতে পারলে দারুণ পারফর্ম করতেন? অকপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করেন।

Kangana Ranaut: সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, রাজনীতির জগৎ থেকে কে র‍্যাম্পে হাঁটতে পারলে দারুণ পারফর্ম করতেন? অকপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sdfwe

মোদির প্রশংসায় কঙ্গনা

Narendra Modi Showstopper: কঙ্গনা রানাউত, অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের জমি শক্ত করেছেন। তিনি এখন শুধুমাত্র বলিউডের ক্যুইন-ই নয়, পরিচালনার ক্ষেত্রেও হাত পাকাচ্ছেন কঙ্গনা। পর্দায় যেমন সাবলীল অভিনয় তেমনই ব্যক্তিগত জীবনেও ভীষণ স্পষ্টবাদী। যে কোনও বিষয়ই মতপ্রকাশে কোনও দ্বিধা করেন না ক্যুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি নরেন্দ্র মোদিকে নিয়েও অকপটে মন কি বাত শেয়ার করে ফেললেন গ্যাংস্টার খ্যাত অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়, রাজনীতির জগৎ থেকে কে র‍্যাম্পে হাঁটতে পারলে দারুণ পারফর্ম করতেন? অকপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করেন। তাঁর মতে র‍্যাম্পে দুর্দান্ত পারফর্ম করার মতো সেই ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisment

কঙ্গনা রানাউতের মতে প্রধানমন্ত্রী মোদি হতে পারেন 'শো-স্টপার'। প্রসঙ্গত, দিল্লিতে একটু ফ্যাশন ইভেন্টে গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই মজার ছলে কথা বলতে গিয়ে ওই প্রশ্নের উত্তরে হেসে বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই পারবেন। তাঁর স্টাইল দুর্দান্ত।' আরও যোগ করেন, শুধু পোশাক নয় সামগ্রিক ব্যক্তিত্বই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কঙ্গনার কথায়, 'তিনি খুব সচেতন। শুধু রাজনীতিতেই নয়, সামাজিক ক্ষেত্রেও। ভারতীয় শিল্প ও মানুষের প্রতি গভীর যত্নশীল। তাই আমি মনে করি, তিনি এক অসাধারণ শোস্টপার হতে পারেন।'

আরও পড়ুন হাসপাতালে সন্তান প্রসবে নিষেধাজ্ঞা! চারপাশ রক্তে ভেসে যাওয়ায় খুশি মা, যন্ত্রণাদায়ক শৈশব 'ক্যুইন' কঙ্গনার

Advertisment

বহু বছর পর কঙ্গনার র‍্যাম্পে কামব্যাক কঙ্গনার। শুক্রবার রাতে তিনি ডিজাইনার রাবতা বাই রাহুলের ব্রাইডাল জুয়েলারি কালেকশন 'সালতনৎ'-এর জন্য শোস্টপার ছিলেন। এইদিন অভিনেত্রীর পরনে ছিল আইভরি রঙের বেশ ভারী কারুকার্য করা শাড়ি, পান্না ও সোনার গয়না এবং ফুলে সাজানো খোঁপা। উল্লেখ্য, একাধিকবার তিনি বহু বিখ্যাত ডিজাইনারের জন্য শো-স্টপার হিসেবে হেঁটেছেন। ২০২২ সালে ল্যাকমে ফ্যাশন উইকে সাদা জামদানি শাড়িতে নজর কেড়েছিলেন এবং পরে ডিজাইনার বরুণ চাক্কিলামের এমব্রয়ডারড লেহেংগাতেও লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। 

কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল 'ইমার্জেন্সি'-তে। গত ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমন। সমালোচকদের কাছ থেকে ছবিটি তেমন প্রশংসা পায়নি এবং বক্স অফিসে মাত্র ২০ কোটি আয় করেছিল। শীঘ্রই হলিউডে পা রাখছেন বলি ডিভা কঙ্গনা। 'Blessed Be the Evil' নামক একটি হরর-ড্রামা মাধ্যমে এবার হলিউডে ভাগ্যপরীক্ষা অভিনেত্রীর। অনুরাগ রুদ্রর নির্দেশনায় নিউ ইয়র্কে শুরু হবে সিনেমার শুটিং।  

আরও পড়ুন 'বিবাহিত পুরুষ প্রেমের প্রস্তাব দিলে...', হৃত্বিকের নাম না করে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ক্যুইন কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut