IVF পদ্ধতিতে কোলে যমজ সন্তান, জন্মের পরই প্রয়াত সদ্যোজাত! অবিবাহিত অভিনেত্রীর জীবনে কী ভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা?

Bhavana Ramanna IVF: ৬ সেপ্টেম্বর আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন কন্নড় অভিনেত্রী ভাবনা। কিন্তু, ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায় এক সদ্যোজাত।

Bhavana Ramanna IVF: ৬ সেপ্টেম্বর আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন কন্নড় অভিনেত্রী ভাবনা। কিন্তু, ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায় এক সদ্যোজাত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কঠিন লড়াই

Bhavana Ramanna Twins: পুরনো প্রথা ভেঙে এখন ৪০ পেরিয়েও মাতৃত্বের স্বাদ আস্বাদন করে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। ৩৮ বছরে মা হয়েছে বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। করিনা কাপুর খান যখন দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তখন তিনি চল্লিশোর্ধ। মেয়েদের সন্তানধারণের আদর্শ সময় কখন সেই নিয়ে বিস্তর আলোচনা হলেও মেয়েরা সইচ্ছেতেই আজকাল প্রেগন্যান্সি প্ল্যানিং করে। অত্যাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের জন্যই তা সম্ভব হয়। আর ঠিক সেই কারণেই অবিবাহিত সন্তানসুখ পেতে চেয়েছিলেন ৪২ বছর বয়সী কন্নড় অভিনেত্রী নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ৬ সেপ্টেম্বর ছিল সেই স্বপ্নপূরণের দিন। আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ভাবনা। কিন্তু, ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায় এক সদ্যোজাত। 

Advertisment

চল্লিশোর্ধ অভিনেত্রী ভাবনার গর্ভাবস্থার সাত মাসেই চিকিৎসক এক ভ্রূণের স্বাস্থ্যে জটিলতা শনাক্ত করেন। চিকিৎসকের পরামর্শেই তিনি প্রেগন্যান্সির আট মাসের জার্নিতেই প্রিম্যাচিউর ডেলিভারি করেন। চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এক শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। তবে অন্য কন্যাসন্তান বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা গেছে। ভাবনাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, ভাবনা অধীর আগ্রহে তাঁর যমজ সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন। 

আরও পড়ুন শৌচাগার ও চায়ের জলে নেই পার্থক্য! বিমানযাত্রার সিক্রেট ফাঁস গৌরবের, শুনতে আতকে উঠবেন

Advertisment

এক ঘনিষ্ঠ সহযোগী বলেন, 'মা হওয়ার জন্য তিনি ভীষণ আনন্দে ছিলেন। যদিও এক সন্তানের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন, তবুও কন্যার জন্য নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।' সন্তানের জন্মের পর মা ও শিশুকে পর্যবেক্ষণের জন্য বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, শিশুকন্যা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে এবং ভাবনার প্রতিও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন ৪০ পেরিয়ে প্রেগন্যান্ট অবিবাহিত অভিনেত্রী, বেবি বাম্পের ছবি পোস্ট করে কী বার্তা হবু 'সিঙ্গল মম'-এর?

নিউলি মাম্মি ভাবনা এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, গত জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি ছ'মাসের অন্তঃসত্ত্বা।

প্রেগন্যান্সি ঘোষণা করতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল অনুরাগীরা। বহু ক্লিনিক ও চিকিৎসক ভাবনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ একটাই, তিনি অবিবাহিত। এদিকে মাতৃসুখ লাভের প্রবল ইচ্ছে। আর সেই অদম্য সাহস আর ইচ্ছেশক্তির জোরেই শেষ পর্যন্ত নিজের স্বপ্নপূরণে সফল অভিনেত্রী-নৃত্যশিল্পী ভাবনা রামান্না। 

IVF