/indian-express-bangla/media/media_files/2025/08/23/cats-2025-08-23-11-05-28.jpg)
কেমন আছেন রাধা?
Shivesh Mishra Wife Health Update: মাত্র কয়েকদিন আগেই ভোজপুরী সংগীতের দুনিয়ায় ছিল খুশির আমেজ। বাবা হওয়ার খবর শেয়ার করেছিলেন গায়ক সমর সিং। জন্মাষ্টমীর দিনই ঘরে এসেছে ছোট্ট গোপাল। বাবা হওয়ার আনন্দ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। অন্যদিকে আরও এক ভোজপুরী গায়ক শিভেস মিশ্রাও দিলেন আনন্দের খবর। মারাত্মক উদ্বেগের মধ্যে দিন কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস। মহাদেবের নাম উচ্চারণ করে ভাল খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় ভোজপুরী সংগীতশিল্পী শিভেস মিশ্রা।
হাসপাতালের বিছানায় শুয়ে স্ত্রী রাধা শিভেস। হাতে স্যালাইনের চ্যানেল! পরম যত্নে আগলে গায়ক শিবেস লিখেছেন, 'আজ আমার স্ত্রী পাটনার জ্যোতিপুঞ্জ হাসপাতালে ভর্তি হলেন। ওঁর একটি অস্ত্রোপচার হবে। দয়া করে আপনারা প্রত্যেকে আমার স্ত্রীর জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন। যাতে সব আবার আগের মতো ভাল হয়ে যায়। সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে। হর হর মহাদেব।' অন্যদিকে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন গায়ক শিভেস মিশ্রার স্ত্রী রাধা। সেই ভিডিওটি আবার শিভেশ নিজের ইনস্টা হ্যান্ডেলে রিশেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে নিজের হাতে গরম চায়ে বিস্কুট ভিজিয়ে স্ত্রীকে খাইয়ে দিচ্ছেন। সেই ভিডিও-র মাধ্যমে রাধা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। তবে কীসের অস্ত্রোপচার হয়েছে সেই বিষয়ে শিবেশ বা রাধা কেউই কিছু জানাননি। শুধু ভিডিও পোস্টের ক্যাপশনে শিবেশ ঘরনি লিখেছেন, 'আজ আমার পুর্নজন্ম হল। সকলের ভালবাসা, আশীর্বাদ, প্রার্থনায় আমি একটা নতুন জীবন পেলাম।' শুভেচ্ছা-ভালবাসায় উপচে পড়ছে কমেন্ট বক্স।
আরও পড়ুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পরি মণি, দোসর ছোট্ট সোনা! কেমন আছে মা ও সন্তান?
একইসঙ্গে অনেকেই জানতে চাইছেন কীসের অস্ত্রোপচার হল। প্রসঙ্গত, ভোজপুরী সংগীতের দুনিয়ায় শিভেস অত্যন্ত পরিচিত মুখ। তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ ভোজপুরী গানের শ্রোতারা। শুধু ভোজপুরীই নয়, হিন্দি পপ মিউজিকেও তাঁর জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় শিভেস। অফিসিয়াল ইউটিউব চ্যানেলও রয়েছে।
আরও পড়ুনআচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক, কেমন আছেন অভিনেত্রী নুসরতের স্বামী?