Divya Khosla Kumar: বস্তিতে থেকে মাথা ভর্তি উকুন! প্রযোজকের স্ত্রী-অভিনেত্রীর কেন এমন দুর্দশা?

Divya Khosla Kumar News: টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার জানিয়েছেন একটানা ২০ দিন একটি বস্তিতে ছিলেন, মাথা ভর্তি উকুন! কিন্তু, কেন এমন পরিণতি হয়েছিল?

Divya Khosla Kumar News: টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার জানিয়েছেন একটানা ২০ দিন একটি বস্তিতে ছিলেন, মাথা ভর্তি উকুন! কিন্তু, কেন এমন পরিণতি হয়েছিল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কোন অভিজ্ঞতা ভাগ করলেন দিব্যা ?

Bhushan Kumar wife Divya: রূপোলি দুনিয়ার তারকাদের বিলাসবহুল জীবনযাত্রাটাই সাধারণ মানুষের কাছে চেনা ছবি। কিন্তু, চরিত্রের প্রয়োজনে এমন অনেক কিছুই করতে হয় যা বাস্তবের একেবারে বিপরীত। পর্দায় নিজের সেরাটুকু তুলে ধরতে, চরিত্রের সঙ্গে মিশে যেতে অনেকসময় নির্দিষ্ট কিছু জায়গায় থেকে মহড়া দিতে হয়। যার দরুণ অনেক প্রতিকূল পরিস্থিতিরও মোকাবিলা করতে হয়। বলি ডিভা দিব্যা খোসলা কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে সেইরকমই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।  নতুন ছবি 'এক চতুর নার'-এর জন্য ঝুপড়ি বস্তিতে থেকে প্রস্তুতি নিয়েছিলেন। অপিরচ্ছন্ন জায়গায় দিনের পর দিন থেকে মানুষের কষ্টের কথা যেমন বুঝেছেন তেমনই বলেছেন তাঁর মাথায় উকুন পর্যন্ত হয়ে গিয়েছিল। 

Advertisment

নতুন ছবিটি পরিচালনা করেছেন উমেশ শুক্লা। অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সুনীল শেট্টি, ছায়া কদমের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এক সাক্ষাৎকারে দিব্যা জানান, 'এক চতুর নার'-এর জন্য লখনউয়ের বাদশাহ নগরের বস্তিতে থাকতে হয়েছে এবং সেখানকার অবস্থা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। আরও জানান, বস্তির মানুষ কষ্টে থাকা সত্ত্বেও ইতিবাচক মনোভাব পোষণ করেন। অতীতে পরিচালক হিসেবে কাজ করেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেলে হাজির হয়ে দিব্যা বস্তিতে দিন কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'এই ছবিতে আমি একজন বস্তির মহিলার চরিত্রে অভিনয় করছি। তাই আমাকে সত্যিই বস্তিতে গিয়ে থাকতে হয়েছে। এটা ভীষণ কঠিন ছিল। আমার চরিত্র একেবারেই আমার মতো নয়। ঠিক জানে কাকে পেছন থেকে আঘাত করতে হবে।'

Advertisment

আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! সলমানের নায়িকার মৃত্যুর খবরে তোলপাড়, এরপর যা হল...

হর্ষ বলেন, সমাজের এই বৈষম্য তাঁকে কষ্ট দেয়। দিব্যারও একই অনুভূতি হয়েছিল কিনা জানতে চান। জবাবে দিব্যা বলেন, 'আমি উপলব্ধি করেছি ওখানকার মানুষ অনেক বেশি তৃপ্ত ও খুশি। তাঁরা নিরুদ্বেগ। কারণ ওঁদের কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। ওঁরা আমায় চায়ের জন্য বাড়িতে আমন্ত্রণ জানাতেন। এটা বলা উচিত নয় তবুও বলছি, মহিলারা একে অপরের মাথা থেকে উকুন বাছছিলেন। আমারও উকুন হয়েছিল। জায়গাটা ভীষণ নোংরা, খোলা নর্দমা ছিল।'

দিব্যা জানান, প্রযোজনা সংস্থা বস্তিতে তিনটি অস্থায়ী ঘর তৈরি করেছিল। যার একটি তাঁকে দেওয়া হয়েছিল। তিনি বলেন, 'আমি রাতেও সেখানে থেকেছি। আর আমার কুঁড়েঘরটা ছিল একেবারে নর্দমার পাশে। প্রথম কয়েকটা দিন গন্ধের কারণে ভীষণ কষ্ট হয়েছিল। তবে কিছুদিন পর অভ্যস্ত হয়ে যাই।' দিব্যা জানান, তিনি প্রায় ২০ দিন বস্তিতে শুটিং করেছেন এবং মজা করে বলেন নীল নিতিন মুকেশকে হিংসা করতেন। 

আরও পড়ুন 'উদয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আমি খুব...', বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী

অভিনেতার পরনে ছিল সুন্দর পোশাক আর বস্তিতেও থাকতে হয়নি। এর আগেও তিনি অর্চনা পুরণ সিংয়ের ভ্লগে এই অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বলেন, 'ওহ মাই গড! ওখানে খোলা নালা ছিল। আমি একেবারে নালার ধারে দাঁড়িয়েছিলাম, একটু হলেই পড়ে যেতাম। ভীষণ ভয় পেয়েছিলাম।'

bollywood actress Bollywood News