/indian-express-bangla/media/media_files/2025/09/09/wdqwd-2025-09-09-12-12-02.jpg)
প্রেমে যন্ত্রণা
Tanishaa Mukerji-Uday Chopra-Armaan Kohli: বলিউডের অন্দরে ঘটে যায় কত ঘটনা। প্রেম-বিচ্ছেদ-ডিভোর্সের খবর হয়ে ওঠে বিনোদনের হট কেক। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী তনুজার কন্যা তনিশা পুরনো প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন। অকপটে স্বীকার করেন একটা সময় উদয় চোপড়া থেকে আরমান কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে আরমানের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা সামলে উঠলেও উদয়ের সঙ্গে ব্রেকআপ কিছুতেই মানতে পারছিলেন না তানিশা। বহুচর্চিত প্রেমজীবন নিয়ে আর কী কী বললেন অভিনেত্রী?
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিশা বলেন, 'আরমানের সঙ্গে বিচ্ছেদটা খুব বড় হার্টব্রেক ছিল না। হয়তো বাহ্যিক পরিস্থিতি থেকে মানুষ ভেবেছিল। কারণ মিডিয়ায় বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার কাছে হার্টব্রেক ছিল না।' বিগ বস ৭-এর ঘর থেকেই পরস্পরের কাছাকাছি আসেন আরমান ও তানিশা। শো শেষ হওয়ার পরও কয়েক মাস তাঁরা ডেট করেছিলেন। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর আলাদা হয় দু'জনের পথ।
আরও পড়ুন 'বিয়ে করলেও আমি কখনও...', নিজের সন্তানের বাবা কেন হতে চান না 'দেব ডি' খ্যাত অভয়?
'নীল এন নিকি' ছবির সহ-অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদ তানিশার জীবনে ছিল এক বিরাট ধাক্কা। তিনি বলেন, 'আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম যখন উদয়ের সঙ্গে আমার বিচ্ছেদ হয়। কারণ আমরা খুব ভাল বন্ধু ছিলাম। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনতাম।' তবুও জীবনে একাধিক ধাক্কা সামলেও তানিশা ইতিবাচক ভাবনা নিয়ে বাঁচতে শিখেছেন।
তাঁর কথায়, 'আমি সবসময়ই সব পরিস্থিতির ভাল দিকটাই দেখি। আমি বিশ্বাস করি যা হয় ভাল কিছুর জন্যই হয়। জীবন তো এমনই। যেটা ঘটবে সেটা সামলে সামনের দিকে এগিয়ে যাও।' সম্পর্কের ভাঙা-গড়ার অভিজ্ঞতা তাঁকে কিছুটা বদলে দিয়েছে। তনিশার মতে, 'আমি আরও অনেক বেশি সচেতন হয়েছি। কারণ সম্পর্কের শুরুতে বা দ্বিতীয় সম্পর্কে যেমন খোলামেলা থেকেছি পরবর্তীতে আর তেমনটা থাকি নি।'
কীভাবে কষ্ট সামলে মনকে শক্ত করেছেন? এই প্রশ্নে তনিশার উত্তর, 'সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি কাজের কারণে মন খারাপ হয় তখন আমি অবশ্যই মায়ের সঙ্গে কথা বলি। সাধারণত মা-ই আমার ভরসা।' তনিশাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের লভ ইউ শঙ্কর-এ। ২০২৩ সালে রিয়্যালিটি শো ঝলক দিখলা যা ১১-তেও অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন 'আমাদের মুখ আরও উজ্জ্বল করুন', বঙ্গকন্যা অনুপর্ণার ভেনিস জয়ে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা