'ক্রিসক্রস'-এর পর নতুন ছবির কাজ শুরু করেছেন বিরসা দাশগুপ্ত। কাস্টিংও চলছে অনেকদিন ধরে, সেই অন্বেষণও প্রায় শেষ। মিমি-অঙ্কুশ এবং রুদ্রনীল-সোহিনী ছাড়াও কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা ও অনির্বাণ ভট্টাচার্য। ছবির নাম 'বিবাহ অভিযান'। ছবির মূল বিষয়বস্তু আবর্তিত হবে বিয়েকে কেন্দ্র করে। কমেডির মোড়কেই ছবি করবেন পরিচালক।
ছবির দুই মুখ্য চরিত্র স্ত্রী-র হাত থেকে বাঁচার অজুহাত খোঁজেন, এবং তৃতীয়জন স্ত্রী-কে ফিরে পেতে মিথ্যের আশ্রয় নেন। বাঙালি বাড়ির সাদামাটা ছেলের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে, আর তাঁর বন্ধুর ভূমিকায় রয়েছেন রুদ্রনীল, যাঁর নিজের চেহারাছবি নিয়ে বিস্তর সমস্যা থাকার ফলে আপ্রাণ চেষ্টা রয়েছে 'প্রেজেন্টেবল' হওয়ার। রুদ্রর সঙ্গে বিয়ে হয়েছে সোহিনীর, যিনি আবার সিরিয়ালের ভক্ত। আর অঙ্কুশের প্রেমিকা প্রতিবাদী, সমাজকর্মী। এই চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
আরও পড়ুন: ‘ভিঞ্চিদা’র ট্রেলারে রহস্যের আভাস, উত্তরের অপেক্ষায় দর্শক
View this post on InstagramOur next.. #BibahoObhijaan @svfsocial @iammony Need your blessings ????????
A post shared by Birsa Dasgupta (@birsadasgupta) on
আরও পড়ুন: টিআরপি-র টক্করে আবারও ‘কৃষ্ণকলি’ এবং ‘রাসমণি’
শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্রনীল নিজেই। সুতরাং বোঝাই যাচ্ছে, ছবি জুড়ে ঠাসা থাকবে হাসি মজা। বিরসার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন শ্রীজাতও। এমাসেই শুভঙ্কর ভড়ের চিত্রগহণে শুরু হওয়ার কথা ছবির শুটিং।
বিরসা বলেন, "ক্রিসক্রস-এর মতোই অনেকগুলো চরিত্র নিয়েই ছবিটা তৈরি করছি। বিয়ের পরবর্তী অভিযান যে বেশিরভাগ ক্ষেত্রেই সুমধুর হয় না, তাই নিয়ে বাঁধা হয়েছে গল্প। যার শুরু থেকে শেষ অবধি থাকছে একাধিক হাসির দৃশ্য।" পরিচালক আরও বলেন, "যেমন 'টম অ্যান্ড জেরি' কার্টুনে সারাক্ষণ ঝগড়া অশান্তি দেখি মজার ছলে, ঠিক সেই আদলেই লেখা হয়েছে 'বিবাহ অভিযান'-এর গল্প।" পরিচালক প্রকাশ্যে সাফ জানিয়েছেন, "স্বামী-স্ত্রীর রোজকার খুঁটিনাটি সমস্যা নতুন কিছু নয়, এ নিয়ে বহু ছবিও হয়েছে। কিন্তু তা বলে কি কেউ বিয়ে করছেন না? ঠিক সেইখান থেকেই তৈরি হবে আমার ছবি। এটি একটি পারিবারিক কমার্শিয়াল ছবি। সমস্ত শুটিংই হবে কলকাতায়।"
সোমবার রেকর্ড করা হয়েছে ছবির টাইটেল ট্র্যাক। বর্তমানে মুম্বইতে কাজে ব্যস্ত সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি, যে কারণে রেকর্ডিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন পরিচালক নিজেই। সঙ্গীত পরিচালনা থেকে বাদ পড়েছেন অরিন্দম, কারণ হিসেবে পরিচালক বলেছেন, "যে ধরণের ছবি তৈরি করতে চলেছি, তার সঙ্গে মিলছে না অরিন্দমের শৈলী।" ফের বিরসা-শ্রীজাতর জুটি নিয়ে প্রশ্ন করলে পরিচালক বলেন, "শুধু গুরুগম্ভীর লেখালেখিতে দেখা যায় শ্রীজাতকে, কিন্তু ও যে মজার বিষয় নিয়েও লিখতে বেশ পারদর্শী তা 'বিবাহ অভিযান' দেখলে বুঝতে পারবেন দর্শক।"