/indian-express-bangla/media/media_files/2025/08/31/csddsdsd-2025-08-31-14-57-39.jpg)
কী হয়েছে নিক্কির?
Nikki Tamboli Dengue: নিক্কি তম্বোলি, হিন্দি টেলিভিশন থেকে তেলুগু-তামিল সিনেমা সহ একাধিক রিয়্যালিটি শোয়ের সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িয়ে। ধুম জ্বর আর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন নিক্কি। ১০৩ ডিগ্রি জ্বরে প্রায় বেহুঁশ। এইরকম পরিস্থিতিতে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পা’র দর্শন করতে না পারার আক্ষেপও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। একদিন পরই শেয়ার করলেন হেলথ আপডেট। ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'ডেঙ্গু পজেটিভ'। এই পোস্ট থেকেই স্পষ্ট ডেঙ্গু আক্রান্ত হওয়ার জন্যই গায়ে ১০৩ ডিগ্রি জ্বর। নিক্কির জন্য উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন 'ওঁর স্বামী যেতে বারণ করেছিল তাই..., প্রিয়ার অকাল মৃত্যুতে অনুতপ্ত 'পবিত্র রিস্তা'-র সহ অভিনেত্রী
প্রসঙ্গত, ইনস্টাগ্রাম স্টোরিতে নিক্কি একটি থার্মোমিটারের ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাঁর জ্বরের তাপমাত্রা ছিল ১০৩.৬ ডিগ্রি। ছবির সঙ্গে তিনি লেখেন, 'গণপতি বাপ্পা আমাকে তাড়াতাড়ি সুস্থ করো। তোমার দর্শন করতে চাই।' অপর একটি স্টোরিতে নিক্কি মাস্ক পরে আরও একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে আরবাজ তাঁর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন। নিক্কি লেখেন, 'মাত্র ৪ দিন বাকি। আরবাজ প্যাটেল তোমার নতুন শো-এর জন্য প্রস্তুত আর আমি শয্যাশায়ী। হে ভগবান, আমাকে শক্তি দাও যেন আমি দ্রুত সুস্থ হই।'
আরও পড়ুন চার কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট! চিকিৎসকের গাফিলতিতে জীবনে চরম হতাশা, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ সানির
/indian-express-bangla/media/post_attachments/aa36fb4a-b2b.jpg)
অসুস্থ অবস্থাতেও প্রেমিক আরবাজ প্যাটেলের জন্য আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন নিক্কি। আপকামিং রিয়্যালিটি শো রাইজ অ্যান্ড ফল–এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিক্কি তাঁর প্রেমিকের জন্য হৃদয়ছোঁয়া পোস্টে লেখেন, 'আরবাজ, তুমি আমার ভালবাসা, আমার জীবন, আমার সবকিছু। দু'মাস তোমাকে ছাড়া কেমন করে থাকব!'
আরও পড়ুন হাতে স্যালাইনের নল! ডেঙ্গু আক্রান্ত অন্বেশা, কেমন আছেন অভিনেত্রী?
উল্লেখ্য, নিক্কি ও আরবাজের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে প্রবল কৌতূহল। আরবাজ প্যাটেলের প্রথম লুক দেখার অপেক্ষায় অনুরাগীরা। একই সঙ্গে অপেক্ষা কবে নিক্কি তম্বোলি তাঁর ডেঙ্গুমুক্ত হওয়ার খবর দেবেন। উল্লেখ্য, গত বছরের শেষদিকে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন বাঙালি অভিনেত্রী অন্বেশা হাজরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন পর্দার 'আনন্দী'।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us