/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-14-23-09.jpg)
শোকাহত সুশান্তের পর্দার মা
Usha Nadkarni On Priya Marathe Death: রবিবাসরীয় সকালে টেলি দুনিয়ায় দুঃসংবাদ। না ফেরার দেশে সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অবসান। ৩১ অগাস্ট ভোর চারটের সময় সব শেষ! মীরা রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিয়া। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। আজ অর্থাৎ রবিবার বিকেল চারটের সময় প্রিয়া মারাথের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ 'পবিত্র রিস্তা' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী উষা নাদকর্ণি। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে গভীর শোকপ্রকাশের পাশাপাশি কী অনুশোচনা করলেন?
ফোনের ওপারে প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকর্ণি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, 'শুনেছিলাম ওঁর ক্যানসার হয়েছে। তারপর অপারেশন হয়েছিল। এমনকী আবার কাজও শুরু করেছিল। কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম ওঁর শারীরিক অবস্থা ভাল নয়। ভেবেছিলাম দেখা করতে যাব। অঙ্কিতার বাড়ি গিয়েছিলাম। বলেছিলাম, একসঙ্গে দেখতে যাব। কিন্তু, অঙ্কিতা বলল, ওঁর স্বামী শান্তনু আমাদের যেতে বারণ করেছেন। হয়তো কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ায় প্রিয়া কারও সামনে আসতে চাইছিল না। কয়েক দিন আগেই এ নিয়ে কথা হয়েছিল। ভীষণ কষ্ট লাগছে এই বয়সে কেউ এভাবে চলে যেতে পারে! খুব ভাল মেয়ে ছিল। সবসময় হাসিমুখে সবাইকে কাছে টেনে নিত।'
আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ৩৮-এ অকাল প্রয়াণ 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রিয়ার!
মারাঠি ও হিন্দি টেলি দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়া মারাথে। সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে অভিনীত পপুলার ডেইলি সোপ পবিত্র রিস্তায় তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, অচীরেই থমকে গেল সব স্বপ্ন। মাত্র ৩৮-এ না ফেরার দেশে এই জনপ্রিয় অভিনেত্রী। বিগত বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না।
পপুলার হিন্দি ধারাবাহিক 'কসম সে'-তে বিদ্যা বালির চরিত্রে অভিনয় করেন এবং 'কমেডি সার্কাস'-এর প্রথম সিজনেও দেখা যায় প্রিয়াকে। এর পরে সুযোগ পান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডে জুটির জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-এ। ২০১২ সালে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ছাড়াও 'তু তিতে মে', 'ভাগে রে', 'জয়স্তুতে' এবং 'ভারত কা বীর পুত্র –মহারানা প্রতাপ'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়া। তবে 'পবিত্র রিস্তা'-এ অভিনয়ের পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন সুশান্ত মামলায় সিবিআই ইতি টানতেই স্বস্তিতে চক্রবর্তী পরিবার, বাবা-ভাইয়ের সঙ্গে সিদ্ধিবিনায়কে রিয়া