Bigg Boss 17 Anurag Dobhal: বিয়ের চার মাস পরই সুখবর, দুই থেকে তিন হচ্ছেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ

Anurag Dobhal-Ritika Chauhan: গত এপ্রিলেই দীর্ঘদিনের প্রেমিকা ঋতিকার সঙ্গে রাজকীয় স্টাইলে রূপকথার বিয়ে সেরেছিলেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ দোভাল। চার মাস পরই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন এই পপুলার ইনফ্লুয়েন্সার।

Anurag Dobhal-Ritika Chauhan: গত এপ্রিলেই দীর্ঘদিনের প্রেমিকা ঋতিকার সঙ্গে রাজকীয় স্টাইলে রূপকথার বিয়ে সেরেছিলেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ দোভাল। চার মাস পরই পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন এই পপুলার ইনফ্লুয়েন্সার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ddw

বাবা হচ্ছেন অনুরাগ

Anurag Dobhal: ইউটিউবার এবং বিগ বস ১৭-খ্যাত অনুরাগ দোভাল, যিনি UK07 Rider নামেও পরিচিত। গত ১ মে ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা ঋতিকা চৌহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেত্রী এবং বিগ বস ১৭-এর প্রতিযোগী আয়েশা খান সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির বিয়ের প্রথম ছবি শেয়ার করেন। শুভেচ্ছায় ভেসেছিলেন অনুরাগ-ঋতিকা। এবার আরও এক সুখবর দিলেন অনুরাগ। পরিবারে আসছে নতুন সদস্য। ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন বিগ বস ১৭ খ্যাত অনুরাগ দোভাল। 

Advertisment

প্রেগকালার টেস্টের ছবি থেকে স্ত্রী ঋতিকাকে নিয়ে গাড়িতে ওঠা, ক্লিনিকে পৌঁছানো, রক্ত পরীক্ষার সময় প্রিয়তমাকে আগলে রাখা এমনকী টেস্টের রিপোর্টের জন্য উদ্বিগ্ন হওয়ার প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুরাগ। রিপোর্ট পজেটিভ হতেই খুশিতে ডগমগ দম্পতি। ১৭ অগাস্ট বুধবার ইনস্টা হ্যান্ডেলে 'গুড নিউজ'-এর ইঙ্গিত দিয়েছিলেন। নিজের ছবি পোস্ট করে উত্তেজনা জিইয়ে রেখে লিখেছিলেন, 'আগামীকাল একটা বিরাট সারপ্রাইজ দেব। খুশিতে সবাই পাগল হয়ে যাবে।' ঘড়ির কাঁটায় তখন বিকেল তিনটে বেজে ৪৪ মিনিট। 

Advertisment

যেমন কথা তেমন কাজ। বৃহস্পতিবার, লক্ষ্মীবারে সকালেই খুশির খবর শেয়ার করলেন অনুরাগ। প্রায় এক সপ্তাহ যাবৎ শরীর ভাল ছিল না ঋতিকার। এরপরই বাড়িতে প্রেগন্যান্সি করেন। ভিডিও পোস্ট করে হবু বাবা লিখেছেন, 'ছোট্ট সোনা আসছে।' এই খবর শেয়ার করতেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়জন থেকে ভক্তরা। প্রসঙ্গত, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বিশেষ দিনের কিছু ঝলক নিজেই শেয়ার করেছিলেন অনুরাগ।

আরও পড়ুন বিয়ের বছর ঘুরতেই শুরু নতুন অধ্যায়, বেবি বাম্প প্রদর্শন করে সুখবর 'পার্বতী' সোনারিকার

 ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, 'এই দিনটির জন্যই সারাজীবন বাঁচতে চেয়েছিলাম। আমি প্রতিটি ভ্লগ এবং প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য রেকর্ড করেছি। বিশ্বাস করো, তোমরা আমাদের প্রতিটি মুহূর্তকে ভালোবাসবে। আগামী কাল থেকে এই সিরিজের পোস্ট শুরু করব।' দম্পতির রঙিন মুহূর্ত তুলে ধরার পাশাপাশি এবার নতুন জার্নির ঝলকও যে অনুরাগের ভ্লগে দেখা যাবে সে কথা বলাইবাহুল্য। 

আরও পড়ুন ঈদের আগেই সুখবর, ২৫ বছরের ছোট সুরহার সন্তানের বাবা হচ্ছেন ৬০ ছুঁইছুঁই আরবাজ

Bigg Boss